বিনোদন ডেস্ক : তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন রুদ্রনীল ঘোষ। কিন্তু গেরুয়া শিবিরে গিয়েই তাল কেটেছে তাঁর। প্রার্থী তো দূর, নির্বাচনের প্রচারেও রুদ্রনীলকে নিতে চাইছে না বিজেপি। এদিন পশ্চিমবঙ্গের বিজেপি তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে নাম নেই রুদ্রনীলের।
আশ্চর্য ভাবে তারপরেই বিজেপিতে যাওয়া যশ দাশগুপ্ত, শ্রাবন্তী, পায়েল সরকার ও মিঠুন চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য রুদ্রনীল। অর্থাত্ নিজেকে বড় মাপের কেউকেটা ভাবলেও বিজেপি রুদ্রনীলকে মাথায় তুলতে নারাজ সেটা স্পষ্ট। এর পিছনে কারণ হিসেবে রয়েছে, টলিউড নিয়ে রাজনীতিকরণের বিষয়ে আলটোপকা মন্তব্য ও তারকা যোগ নিয়ে বারবার ভুল মন্তব্য করায় রুদ্রনীলের ভূমিকায় ক্ষুদ্ধ বিজেপির দিল্লির নেতারা। তাই প্রচার তালিকায় বাদ রুদ্রনীল।
এছাড়াও সূত্রের খবর, শিবপুরে বিজেপি প্রার্থী হওয়ার তালিকায় রুদ্রনীলের নাম থাকলেও তা শেষ মুহূর্তে বাদ পড়তে পারে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। গত জানুয়ারি মাসেই দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগদান করেন রুদ্রনীল ঘোষ। তারপর হাওড়ার ডোমুরজলায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লেখান একদা তৃণমূল, সিপিএম করা রুদ্রনীল।
বুধবার বিজেপির তরফে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে রয়েছেন একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী। তালিকায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি, অর্জুন মুন্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি। এছাড়াও রয়েছেন, রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শ্রী শিব প্রকাশ, বিজেপি সহ সভাপতি মুকুল রায়, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, শ্রী ফগ্গন সিংহ কুলস্তে, মনসুখভাই মনদাভিয়া, জুয়েল ওঁরাও, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ মেনন, অমিত মালব্য, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, নরোত্তম মিশ্র, বাবুলাল মারান্ডি, রঘুবর দাস, শাহনাওয়াজ হুসেন, মনোজ তিওয়ারি, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, জ্যোতির্ময় সিংহ মাহাতো, সুভাষ সরকার, কুনার হেমব্রম, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, হিরন চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী।