বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ০২:৩৫:৪৬

মা-প্রেমিকা একদলে আর প্রেমিক আরেক দলে!

মা-প্রেমিকা একদলে আর প্রেমিক আরেক দলে!

বিনোদন ডেস্ক : সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতার অভিনেতা বনি সেনগুপ্ত। গত ৩ মার্চ কলকাতার একটি গণমাধ্যম এ বিষয়ে জানতে চাইলে বিষয়টিকে, ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই ‘গুঞ্জন’-ই সত্যি হয়েছে। বুধবার (১০ মার্চ) বনিকে দেখা গেছে বিজেপির পতাকা হাতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বনির মা পিয়া সেনগুপ্ত সম্প্রতি যোগ দিয়েছেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসে। প্রেমিকা কৌশানী মুখার্জিও তৃণমূলের সাংসদ প্রার্থী।এ বিষয়ে জানতে চাইলে বনির মা বলেন, ‘যাবতীয় বিরোধিতা রাজনীতির মঞ্চেই তোলা থাকবে। অন্তত মা-ছেলের সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না।’

বনি নিজেও এতদিন তৃণমূলের সমর্থক ছিলেন। প্রত্যক্ষ রাজনীতিতে যোগ না দিলেও মমতা ব্যানার্জির প্রচারে অংশ নিতে দেখা গিয়েছে তাকে। হঠাৎ কেন দলবদলের সিদ্ধান্ত নিলেন? এ বিষয়ে পিয়া বলেন, ছেলে বড় হয়েছে। তার নিজস্ব মতামত তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই হয়তো এই সিদ্ধান্ত।

‘পরশু কলকাতায় ফিরছি। তার পর কথা হবে বনির সঙ্গে। তখনই জানাতে পারব আসল কারণ।’ এদিকে, দলীয় কোন্দলে বিচ্ছেদের মুখোমুখি পশ্চিমবঙ্গের প্রাদেশিক মন্ত্রী সৌমিত্র খাঁ এবং তার স্ত্রী সুজাতার। বনি-কৌশানীর সম্পর্কেও কি ভবিষ্যতে এভাবেই রাজনীতি ঢুকে পড়বে?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে