সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ০২:০৪:০১

নারী তুমি কার?

নারী তুমি কার?

নারী তুমি কার? কথাটা শুনলেই মানুষের মনে নানা  প্রশ্ন উকি দেয়।ভাবনায় আসে এটা কেমন প্রশ্ন? নারী তুমি কার? সেই প্রশ্নের সমাধান নিয়ে আমাদের বিশেষ প্রতিনিধি রেজাউল করিম রেজার একুশের বই মেলা-২০২১ এ একটি কবিতার বই দেশ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। 

৪১টি কবিতা মাঝে নারী নিয়ে  বেশ কয়টি কবিতা রয়েছে।পাশাপাশি পুরুষের প্রতি তিনি সু দৃষ্টি রেখেছেন। আছে ভালোবাসায় ভরা মনের উদারতা। আছে সমাজের নানা অবক্ষয় ভ্রান্ত চিন্তার কথা ও সমাধান।  তিনি বলেন- আমার জানামতে এটা প্রথম কবিতার বই যেখানে কবিতা লেখার পাশাপাশি কবিতার উৎস, উপাদান, অনুভুতি, কবিতার মর্ম, উদ্দেশ্য বর্ণনা করা হয়েছ। 

বইটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে অসাধারণ ছন্দের সমারহ। বইটিতে দুটি বিশেষ কবিতা প্রথম ও শেষ পাতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অসাধারণ স্মৃতিচারণ করেছেন । আছে বিজয় দিবস। ছয়টি ইংরেজি কবিতা দিয়ে বইটির পরিসমাপ্তি করেছেন। এক কথায় বইটি  নানা মুখি তথ্যে ভরপুর। কবির লেখা কিছু কথা থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটা কথাই প্রতিটা  কবিতায় তার চিন্তা চেতনার বহি:প্রকাশ  রয়েছে। 

রেজাউল করিম (রেজা) একজন সাহিত্যিক ও কবি।  সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।  মরহুম জনাব হানিফ মিয়া ও মরহুমা জমিলা খাতুনের ৫ (পাঁচ) সন্তানের মাঝে তিনি সবার ছোট। দুই বোন ও তিন ভাইয়ের সংসারে তিনি ছিলেন অতি আদরের। ভাই বোনের আদর স্নেহ ও ভালোবাসায় তিনি ঢাকাতেই বড় হন। তার জন্ম হয় ঢাকার তেজগাঁও পূর্ব নাখাল পাড়াতে। সেখনে তিনি একজন স্থায়ী বাসিন্দা হিসেবে জন্ম থেকেই আছেন। 

জীবনের লেখা পড়ার শুরু হয় এলাকার স্বনামধন্য স্কুল নাখাল পাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে। তার পর অনেক দূর। পেশায় তিনি একজন বণিক হলেও পাশাপাশি তিনি একজন সাংবাদিক। বর্তমানে নাখাল পাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের একজন সম্মানিত অভিভাবক প্রতিনিধি হিসেবে নিবেদিত আছেন। ছোট বেলা থেকে তার গানের প্রতি অনেক ঝোঁক ছিল, পাশাপাশি ছিল কবিতার প্রতি ভালোবাসা। তিনি নিজে নিজে গান গাইতেন, পরে তিনি কবিতার পাশাপাশি গান লিখতে শুরু করেন। এর মাঝে তার লেখা একটি গান শুভ জন্মদিন,গানটি তার বন্ধু ডাঃ ইকবাল নিজে গেয়েছেন যা বেশ জনপ্রিয়। 

পরবর্তীতে তার বন্ধু ডাঃ ইকবালের সহায়তায় তিনি নিজেও কিছু গান গেয়েছেন যার সুর কথা কণ্ঠ ও গানের মডেলও তিনি নিজেই হয়েছেন। গদ্য পদ্য নামের মিক্সড এলবামে চলে যেতে যেতে শিরোনামে প্রথম একটি গান রিলিজ হয়। যা ঐ সময় খুব জনপ্রিয় হয়। তার কয়েকটি মিউজিক ভিডিও ইউটিউবে চলছে। তিনি একটি ছোট গল্প ও দুটি উপন্যাস লিখেছেন, যার মাঝে একটি হচ্ছে রতনের জঙ্গল অভিযান, শিশুদের নিয়ে লেখা এই গল্পের মাঝে আছে আদর্শ নীতি ও ভালোবাসা। বাচ্চাদের গল্পটি খুব ভালো লাগবে এবং জীবনে ন্যায় নীতি আদর্শ ও সততার কথা এবং মহানবী (সা)এর কিছু জীবনী জানতে পাড়বে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে