সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ০৩:৫৯:৩৪

শোকে ভেঙে পড়েছেন সোহেল রানা, অঝোরে কাঁদতে থাকলেন

শোকে ভেঙে পড়েছেন সোহেল রানা, অঝোরে কাঁদতে থাকলেন

বিনোদন ডেস্ক:  ভাল বন্ধু আর  ছিলেন সহপাঠী। কলেজে একসাথে পড়েছেন৷ সিনেমায় ছিলেন সফল জুটি৷ দুই নায়ক একসঙ্গে বেশ কয়েকটি সিনেমা করেছেন৷ যার মধ্যে সবগুলোই সুপারহিট৷

সদ্য প্রয়াত নায়ক ওয়াসিমকে নিয়ে বলতে গিয়ে তার সঙ্গে সম্পর্কটাকে এভাবেই ব্যাখ্যা করলেন ড্যাশিং হিরো খ্যাত সোহেল রানা৷
বন্ধুকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সোহেল রানা। ওয়াসিমকে স্মরণ করতে গিয়ে অঝোরে কাঁদতে থাকলেন। ফোনের ওপাশ থেকে সেই কান্নার আবেগ ছুঁয়ে যায় হৃদয়। খানিক পর কান্না থামিয়ে কিছুটা স্বাভাবিক হয়ে সোহেল রানা বলেন, 'ওয়াসিমের চলে যাওয়াটা মেনে নিতে পারছিনা৷ খুব একাকী সময় কেটেছে ওর শেষ দিনগুলোতে। চলচ্চিত্র জগতে তিন জন আমাকে তুই বলে সম্বোধন করতো। তার মধ্যে ও একজন ছিল। ও হয়তো আমাকে ভুলে যাবে। কিন্তু আমি ওকে কোনোদিনও ভুলবো না। ভুলতে পারবো না।'

ষাটের দশকের পুরনো স্মৃতির কথা মনে করে এই নায়ক বলেন, 'ওয়াসিম আমার অনেক পুরনো বন্ধু। কলেজে থাকতে ওর (ওয়াসিম) সঙ্গে বন্ধুত্ব হয়। আনন্দমোহন কলেজে ১৯৬৪ সালে একসঙ্গে পড়াশোনা করি। ও তখন দেহ চর্চা ছাড়া কিছু করতো না। আমি রাজনীতি করতাম, টুকটাক গণ্ডগোল হলে ও মজার ছলে বলতো শরীরচর্চা কর, শরীর চর্চা কর গণ্ডগোল ভালো করতে পারবি। এরকম দুষ্টামি করতো। আমি ফিল্মের ওপর পেপারে লেখতাম, ওর কিন্তু কোনোকালেই এসব ব্যাপারে উৎসাহ ছিল না। তারপরও যেকোনোভাবে ও চলচ্চিত্র জগতে চলে আসলো। সেটা আরেক মজার স্টোরি৷ ওকে সিনেমায় দেখে অবাক হয়েছিলাম। আবার দারুণ খুশিও হয়েছিলাম৷ দুজনে একসঙ্গে অনেক সিনেমা করেছি৷ কত পাগলামি, দুষ্টামি আর দস্যিপনার দিন গেছে আমাদের৷ এত স্মৃতি কীভাবে চাপা দেবো!'

চলচ্চিত্রে ওয়াসিম অপ্রতিদ্বন্দ্বী ছিল বলে মনে করেন সোহেল রানা। তিনি বলেন, 'চলচ্চিত্রে ও একটা আশ্চর্য রকমের প্রতিভা৷ ক্যারিয়ারে প্রায় সব সিনেমাই তার হিট৷ এটা কি করে সম্ভব আমি জানিনা৷ কী দারুণ তার সাফল্য, জনপ্রিয়তা৷ যখন যে চরিত্র নিয়ে এসেছে দর্শক গোগ্রাসে গিলেছে৷ আমার চোখে ও-ই হলো একমাত্র সুপারস্টার৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে