বুধবার, ০৫ মে, ২০২১, ০৯:৪৭:২৯

হাসপাতালে অক্সিজেন সংকট, মাঝরাতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির সোনুর টিম, বাঁচল ২২ প্রাণ

হাসপাতালে অক্সিজেন সংকট, মাঝরাতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির সোনুর টিম, বাঁচল ২২ প্রাণ

বিনোদন ডেস্ক: আবারো দেখিয়ে দিলেন রিয়েল হিরো কাকে বলে, বলছি অভিনেতা সোনু সুদের কথা। করোনা মহামারি শুরুর পর থেকেই বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। এবার তার টিমের প্রচেষ্টায় ২২ জন করোনা রোগী প্রাণে বাঁচলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ মে) রাতে সোনু সুদের টিমের কাছে এক ইন্সপেক্টরের ফোন আসে। তিনি জানান, ব্যাঙ্গালুরুর আরাক হাসপাতালে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। অক্সিজেনের অভাবে ইতোমধ্যে দুজন করোনা রোগী মারা গেছেন। খবর পেয়ে সোনুর টিম দ্রুত ১৫টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে। ফলে প্রাণ বেঁচে যান ২২ জন করোনা রোগী।

সোনু সুদ বলেন, ‘এই কঠিন পরিস্থিতিতে দেশবাসীর সহায়তার জন্য আমি ও আমার টিম সব সময় প্রস্তুত। ইন্সপেক্টর সত্য নারায়ণের কাছ থেকে ফোন পাওয়া মাত্রই আমার টিম খবরটি যাচাই করে নেয়। তারপর যত দ্রুত সম্ভব সাহায্যে লেগে পড়ে। সারারাত ধরে তারা ছোটাছুটি করেছে। হাসপাতালের জন্য অক্সিজেন সিলিন্ডার জোগাড় করেছে। সামান্য দেরি হয়ে গেলে হয়তো বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে