সোমবার, ১৪ জুন, ২০২১, ০৪:০৮:১৩

পরীমণিকে ধর্ষণচেষ্টার আসামি নাসিরের বাসায় থেকে যা উদ্ধার করা হলো

পরীমণিকে ধর্ষণচেষ্টার আসামি নাসিরের বাসায় থেকে যা উদ্ধার করা হলো

অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আসামি নাসিরের বাসা থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।

গোয়েন্দা বিভাগ (উত্তর-তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ বিষয়টি  নিশ্চিত করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে