মঙ্গলবার, ০৬ জুলাই, ২০২১, ০৩:৪৯:৩৮

লকডাউনে রাস্তায় নাটকের শুটিং, পরিচালকসহ ১২ জনকে নেয়া হলো থানায়

লকডাউনে রাস্তায় নাটকের শুটিং, পরিচালকসহ ১২ জনকে নেয়া হলো থানায়

বিনোদন ডেস্ক: লকডাউনে রাস্তায় শুটিং করায় বেশ কয়েকজন শিল্পীকে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ আ'টক করে। পরে মুচ'লেকা দিয়ে তাদের ছে'ড়ে দেওয়া হয়। 

জানা গেছে, পরিচালক নাসির উদ্দিন মাসুদ ১২ জনের মতো অভিনয়শিল্পী নিয়ে খিলগাঁওয়ের সি ব্ল'কে শুটিং করছিলেন। এ সময় প্রচুর ভি'ড় জমে যায়। পরে খিলগাঁও থানা পুলিশ তাদের নিয়ে আসে থানায়। এদের মধ্যে পরিচালক নাসিরউদ্দিন মাসুদসহ নাটকের চিত্রগ্রাহক ও কলাকুশলীরা ছিলেন। পুলিশ শুটিঙের অনুমতির কাগজপত্র দেখতে চাইলে তারা  দেখাতে পারেনি।

সোমবার সন্ধ্যায় খিলগাঁও থানায় অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর যান। তিনি বলেন, 'আমি ঘটনা শুনে থানায় ছুটে যাই, পরে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সহযোগিতায় মুচ'লেকা দিয়ে তাদের ছা'ড়িয়ে আনি।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বিষয়টি নি'শ্চিত করে বলেন, 'সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের সি ব্লকে শুটিংয়ের সময় ভিড় হওয়ায় পরিচালকসহ ইউনিটের সদস্যদের জিজ্ঞা'সাবাদের জন্য থানায় আ'না হয়।অনুমতির কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। পরে মুচ'লেকা নিয়ে ছে'ড়ে দিয়েছি।'

 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং হাউজের ভেতরে, টেলিভিশনের ছাড়পত্র নিয়ে টিভি নাটকের শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে তবে কেউ কেউ বিধি ভেঙে লকডাউনের মধ্যে রাস্তা-ঘাটেও শুটিং করছেন বলে শোনা যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে