বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় র্যাবের অভিযান চলছে। বিকাল ৪টার দিকে এই অভিযান শুরু হয়। এর ৩০ মিনিট পর পরীর বাসায় একে একে তিন থেকে চারজন র্যাবের নারী সদস্যকে প্রবেশ করতে দেখা যায়।
এরপরই পরীমনিকে আটক করা হতে পারে বা হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাকে আটক করার জন্যই র্যাবের নারী সদস্যরা বাসার ভেতরে গিয়েছেন বলে মনে করছেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি র্যাবের পক্ষ থেকে।
চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চলছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চলছে বলে জানা গেছে। বুধবার বিকাল থেকে র্যাব ও পুলিশের সদস্যরা বনানীতে আলোচিত এই নায়িকার বাসায় অভিযান শুরু করেন।
সূত্রে জানা গেছে, নায়িকা পরীমনি ও তার পরিচিত কয়েক জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান। তবে পরীমনির বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি র্যাব।
এদিন বিকাল থেকে র্যাব ও পুলিশের সদস্যরা বনানীতে আলোচিত এই নায়িকার বাসার সামনে অবস্থান নেন। এরপর র্যাবের কয়েকজন সদস্য পরীমনির বাসায় যান। র্যাব পরিচয় দিলেও পরীমনি দরজা খুলেননি। পরে র্যাবের অভিযান টের পেয়ে ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী।