বৃহস্পতিবার, ০৫ আগস্ট, ২০২১, ০৩:৪২:২৮

যেকারণে পরীমনির বিরুদ্ধে এখনই মামলা করছেন না সেই নাসির

যেকারণে পরীমনির বিরুদ্ধে এখনই মামলা করছেন না সেই নাসির

গতকাল পরীমনির করা মামলায় জেল খাটা সেই নাসির জানিয়েছিলেন মামলা করার কথা। তবে আজ তিনি জানালেন, ঢাকার সাভারে বোটক্লাবের ঘটনায় এখনই পরীমনির বিরুদ্ধে মামলা করছেন না তিনি। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নাসির উদ্দিন নিজেই।

তিনি বলেন, বোটক্লাবের ঘটনায় আমার বিরুদ্ধে অপ্রচার চালিয়েছিল পরীমনি। আমাকে জেলে পর্যন্ত পাঠানো হয়েছে। আমি এ ঘটনার বিচার চেয়ে মামলার সিদ্ধান্ত নিয়েছি। তবে আজই মামলাটি করছি না। আগে দেখি তার বিরুদ্ধে র‍্যাব কী ধরনের ব্যবস্থা নেয়। এরপর আমি মামলা করব।

গতকাল রাতে পরীমনির বিরুদ্ধে মামলা করার কথা জানান নাসির উদ্দিন নিজেই। রাজধানীর বিমানবন্দর থানায় তিনি এই মামলাটি করতে চেয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে