বৃহস্পতিবার, ০৫ আগস্ট, ২০২১, ০৪:২৪:২১

আটক পরীমনি-রাজকে গ্রেফতার, বনানী থানায় হস্তান্তর হচ্ছে

আটক পরীমনি-রাজকে গ্রেফতার, বনানী থানায় হস্তান্তর হচ্ছে

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর বাসা থেকে মাদকসহ আটক চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চার জনকে গ্রেফতার দেখিয়েছে র‍্যাব। এছাড়া বিকালে বনানী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সেখানে হস্তান্তর করা হবে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় র‍্যাব সদরদফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। জানতে চাইলে র‌্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পরীমনির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বনানী থানায় মামলাটি দায়ের করা হবে। বিকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে