বৃহস্পতিবার, ০৫ আগস্ট, ২০২১, ০৪:৫৭:৫০

নায়িকা হয়েও নোংরামি, র‌্যাবকে ধন্যবাদ জানিয়ে যা বললেন ইশিকা

নায়িকা হয়েও নোংরামি, র‌্যাবকে ধন্যবাদ জানিয়ে যা বললেন ইশিকা

বিনোদন ডেস্ক : রাজধানীর বনানীর বাসা থেকে মাদকসহ আটক চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চার জনকে গ্রেফতার দেখিয়েছে র‍্যাব। এছাড়া বিকালে বনানী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সেখানে হস্তান্তর করা হবে বলেও জানা গেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় র‍্যাব সদরদফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে মডেল মৌ ও পিয়াসাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার আগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা একা। প্রত্যেকের বাসা থেকেই উদ্ধার হয়েছে  বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। চলমান এই গ্রেপ্তারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ধন্যবাদ জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল ইশিকা খান। ইশিকা ২০১৬ বিয়ে প্রবাসী হয়েছেন। লন্ডনপ্রবাসী স্বামীর সঙ্গেই থাকছেন ইশিকা। 

ইশিকা লিখেছেন, 'গতকিছু দিন ধরে র‍্যাব বাহিনীরা যে প্রমাণসহ মানুষগুলোকে গ্রেপ্তার করেছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই। চমৎকার দৃশ্য দেখিয়েছেন। এমন আরও অনেক মানুষ আছে যারা আমাদের সমাজকে নষ্ট করছে তাদেরকেও ধরুন। এবং তাদের চামচা গুলোকেও। এভাবে করতে থাকলে আমাদের দেশ বাঁচবে। নতুবা নোংরামিতে ভরে যাবে। আমার দেশের ভবিষ্যৎ কে বাঁচাতে হলে বর্তমানকে আগে শোধরাতে হবে।'

নায়িকা হয়েও নোংরামি করছেন অনেকে এমন কথা উল্লেখ করে ইশিকা বলেন, 'এরা কেউ একটা দুইটা কাজ করে মডেল বলে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, আবার অনেকে নায়িকা হয়েও নোংরামি চালিয়ে যাচ্ছে। সব সেক্টরেই এমন একটা দুইটা নোংরা মানুষ কম বেশি থাকে। তাই বলে সবাইকে এক তালিকায় রাখবেন না। মিডিয়ায় অনেক ভালো মানুষ আছে যারা কাজকে সন্মান করেন এবং ভালো কাজ করেন। একটা দুইটা এর জন্য পুরো মিডিয়াকে গালি দিবেন না।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে