শুক্রবার, ০৬ আগস্ট, ২০২১, ০৫:০৫:২১

পরীমনির খুবই ঘনিষ্ঠ এক নারী পুলিশের নজরদারিতে

পরীমনির খুবই ঘনিষ্ঠ এক নারী পুলিশের নজরদারিতে

বিনোদন ডেস্ক : গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির ঘনিষ্ঠ এক নারীকে নজরদারিতে রাখার কথা জানিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ।

তিনি কে, এই বিষয়টি এখনই প্রকাশ না করার কথা জানিয়ে তিনি বলেন, সেই নারী পরীমনির খুবই ঘনিষ্ঠ।

শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন ডিবি কর্মকর্তা। চার দিনের রিমান্ড আদেশ পাওয়ার পর বৃহস্পতিবার রাতে এই কার্যালয়েই পরীমনি নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য।

পুলিশের একটি সূত্র বলছে, ওই নারী নিজেও সিনেমা পরিচালনার সঙ্গে জড়িত। তার সঙ্গে পরীমনির ঘনিষ্ঠতার তথ্যও এসেছে কিছুদিন আগেও। সেই নারীকে এই নায়িকা খুব আপনজনের একটি সম্বোধন করতেন।

এর আগে গত বুধবার সন্ধ্যায় বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে আটক করা হয়। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। পরদিন বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায়, পরীমনির বাসায় একটা মিনি বার ছিল। তার বাসায় নিয়মিত পার্টি হতো। সেই পার্টিতে মদসহ সব ধরনের মাদক সাপ্লাই দিতো নজরুল ইসলাম রাজ। 

প্রথমদিনের জিজ্ঞাসাবাদে কী পাওয়া গেছে- এমন প্রশ্নে হারুন অর রশিদ বলেন, ‘গতকাল তারা রিমান্ডে এসেছে। প্রাথমিকভাবে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি। তাদের বাসা থেকে উদ্ধার মাদক বিষয়ে আমরা কথা বলেছি।

‘সে যে এই বিপথে এসেছে, অন্ধকার পথে পা বাড়িয়েছে, এটার পিছনে কারা কারা তাকে পেট্রোনাইজড করেছে,পৃষ্ঠপোষকতা করেছে। সে নামগুলো বলেছে।’

কাদের নাম বলেছেন পরীমনি?

গোয়েন্দা কর্মকর্তা কারও নাম না জানিয়ে বলেন, ‘এছাড়া একজন নারী নামও বলেছে।’ সেই নারী কে- এমন প্রশ্নে তিনি বলেন, ওই নারীর নাম আমরা এখনই বলছি না। তাকে নজরদারিতে রাখছি। শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদ করব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে