বিনোদন ডেস্ক : বলিউডের ‘এভারগ্রিন’ অভিনেত্রী রেখা। আশির দশকের অন্যতম দর্শকপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। যদিও তার আবেদন এখনো কমেনি। সম্প্রতি একটি টিভি সিরিয়ালের প্রোমোতে দেখা গেছে রেখাকে।
‘গম হ্যায় কিসিকে পেয়ার মে’ নামের এই ধারাবাহিক ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। প্রোমোটির জন্য তাকে যে পারিশ্রমিক দেওয়া হয়েছে, তা বর্তমান সময়ের অনেক নামি অভিনেত্রীর সিনেমার পারিশ্রমিকের চেয়ে বেশি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এক মিনিটের এই প্রোমোর জন্য ৫ কোটি রুপি নিয়েছেন রেখা।
কালো-হলুদে জারদৌসি বেনারসী শাড়ি জড়িয়ে, গা-ভর্তি অলঙ্কার পরে স্বমেজাজে ধরা দেন রেখা। খোলা চুল, ঠোঁটে গাঢ় লিপস্টিক; বয়স ৬৬-র কোঠায় রেখাকে দেখলে বোঝা দায়। বর্ষীয়ান নায়িকার সৌন্দর্য বিন্দুমাত্র ফিকে হয়নি। বরং সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়েছে। অভিনেত্রীর এই নতুন প্রোমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই হু হু করে ভাইরাল হয়ে যায়।
৬৬ বছর বয়সেও তার আবেদন একটুও কমেনি। এখনো মোহনীয় তিনি। তার অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য বছরের পর বছর মুগ্ধ করে আসছে বলি দর্শকদের। তাই নির্মাতারাও তাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে ‘না’ করেননি। যদিও এ বিষয়ে প্রকা'শ্যে কেউ মুখ খোলেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, রেখার সঙ্গে অন্যদের তুলনা করছেন না নির্মাতারা। তাই তার জন্য আলাদা বাজেট করে রেখেছেন। এছাড়া এই শোয়ের শুরুর সময়েও প্রোমোতে ছিলেন রেখা।