মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ০৪:৩৭:০৯

‘পরীমনি ১২২ ঘণ্টা এক পোশাকে’ অভিযোগ সত্য নয় : সিআইডি

‘পরীমনি ১২২ ঘণ্টা এক পোশাকে’ অভিযোগ সত্য নয় : সিআইডি

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, গ্রেফতারের সময় থেকে আজ আদালতে হাজির করা পর্যন্ত পরীমনি একই পোশাকে রয়েছেন বিষয়টি সত্য নয়।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাদক আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে চারদিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়। রিমান্ড শুনানির দিন (৫ আগস্ট) যে পোশাকে পরীমনিকে আদালতে হাজির করা হয়েছিল ঠিক একই পোশাকে আজ তাকে আদালতে হাজির করা হয়।

১২২ ঘণ্টা পরীমনির পোশাক পরিবর্তন না করাকে রাজনীতি বললেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু।

রিমান্ড শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় পরীমনিকে। এ সময় পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্টাইল রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এটি ডিফেন্সের কথা। ডিফেন্স অনেক কিছুই বলতে পারে। আমরা পরীমনিকে জিজ্ঞাসাবাদ করেছি। এক পোশাকের কথা সত্য নয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যম থেকে জেনেছি, পরীমনি গত ৬ আগস্ট সিআইডিতে জিজ্ঞাবাদের জন্য আনা হয়। এরপর পরীমনি একাধিকবার পোশাক পরিবর্তন করেছেন। এছাড়া তিনি একাধিক মাস্কও পরিবর্তন করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে