শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ০৬:৪৮:৩১

'দরজা না খুলে মদের বোতল খালি করেন পরীমণি'

'দরজা না খুলে মদের বোতল খালি করেন পরীমণি'

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণি আধাঘণ্টা পর্যন্ত দরজা না খুলে বোতল থেকে মদ ফেলে দিয়ে বোতল খালি করেন। বাসার যে খালি বোতল আছে সেগুলোতে মদ ছিল। মাদক মামলায় গ্রেফতার পরীমণির জামিন আবেদনের শুনানিতে আবেদনের বিরোধিতা করে এসব কথা বলেন পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালতে পরীমণির জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আবদুল্লাহ আবু বলেন, নায়িকা তো আরও আছে, তাদের বাসায় তো মদ পাওয়া যায়নি। তাদের তো পুলিশ ধরেনি। তাকে কেন গ্রেফতার করা হয়েছে? তার বাসায় মদ ছিল, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে।

জামিন আবেদনের বিরোধিতা করে তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে যখন গ্রেফতার করতে যায় তখন তিনি আধা ঘণ্টা পর্যন্ত দরজা খোলেননি। এ সময় তার বাসায় থাকা মদের বোতল থেকে  মদ ফেলে দিয়ে বোতল খালি করেন। বাসার যে খালি বোতল আছে সেগুলোতে মদ ছিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে