শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ০১:৩৪:৫৯

কাশিমপুর কারাগারে পরীমণি, ১৫ দিন কোয়ারেন্টিনে থাকবেন রজনীগন্ধায়

কাশিমপুর কারাগারে পরীমণি, ১৫ দিন কোয়ারেন্টিনে থাকবেন রজনীগন্ধায়

চিত্রনায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাকে প্রিজনভ্যানে করে কারাগারে আনা হয়।

জানা যায়, পরীমণিকে কারাগারের কোয়ারেন্টিন সেন্টার রজনীগন্ধা ভবনে রাখা হয়েছে। যেখানে নতুন আসা সব বন্দিদের কোয়ারেন্টিনে রাখা হয়। সেখানকার নিয়মানুযায়ী কারাগারের কোয়ারেন্টিন সেন্টারে ১৫ দিন রাখা হবে পরীমণিকে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব-মহিলা কারাগার) মো. আব্দুল জলিল বলেন, ‘সাধারণ নিয়ম অনুযায়ী নতুন বন্দিদের ১৫ দিন কোয়ারেন্টিনে রাখা হয়। কোনো কোনো ক্ষেত্রে ৭ দিন পরও সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরীমণিকেও ১৫ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। নতুন নির্দেশনা পেলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে