শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ০২:৫৯:০১

নতুন বিয়ে করায় যে সমস্যায় নিলয়, এই অবস্থায় পাশে দাঁড়ালেন তাহসান

নতুন বিয়ে করায় যে সমস্যায় নিলয়, এই অবস্থায় পাশে দাঁড়ালেন তাহসান

জনপ্রিয় টিভি অভিনেতা ও মডেল নিলয় আবারো বিয়ে করেছেন। এটি তার দ্বিতীয় বিয়ে, বউয়ের নাম তাসনুভা তাবাসসুম হৃদি। একমাসে আগে বিয়ে করলেও প্রকাশ পায় সম্প্রতি।

নিলয়ই তার বিয়ের খবরটি প্রকাশ করেছেন। কিন্তু এই খবর সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন তিনি। নতুন বউকে নিয়ে বিয়ের ছবি পোস্ট করলেই তার কিছু অনুসারী বাজে মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। নেটিজেনদের এমন আচরণে হতাশ নিলয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন এ প্রসঙ্গে। নিলয় লিখেছেন, ‘‘কী যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি, দ্বিতীয় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করিনি। নতুন বউয়ের সাথে হাসিখুশি ছবি দিলে কমেন্ট করছে- ‘এত নির্লজ্জ কেন আপনি, দ্বিতীয় বিয়ে করেছেন আবার বউয়ের সাথে ছবি দেন।’

একা ছবি দিলাম, তাতেও সমস্যা; বিয়ের পর একা ছবি কেন। আমার বিড়ালের সাথে ছবি দিলাম, সেটাও সমস্যা।’’

নিলয় আরও লেখেন, বিয়ে উপলক্ষে স্ত্রী হৃদির সঙ্গে প্রায় এক হাজার ছবি তুলেছেন। কিন্তু সেগুলো আপলোড করতে পারছেন না নেটিজেনদের গালির ভয়ে।

অভিনেত নিলয়ের এই অবস্থায় পাশে দাঁড়ালেন সংগীত তারকা ও অভিনেতা তাহসান। তিনি নিলয়ের স্ট্যাটাসটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘প্রতিদিন কাউকে না কাউকে হেয়-প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি? এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি?’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে