শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ০১:২৪:৩৮

নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অনন্ত জলিল

নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক : ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে সরগরম এফডিসি। এবার প্রতিদ্বন্দ্বিতা করছে দুই প্যানেল ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান। তবে নির্বাচনের বিষয়ে নীরব ছিলেন অনন্ত জলিল। প্রশ্ন উঠেছে- তিনি কোন প্যানেলের সমর্থক?

অনন্ত জলিলের বিষয়টি প্রথম থেকে শোনা গিয়েছিল। এবারের নির্বাচনে অনন্ত জলিলকে নিজেদের প্যানেলে নির্বাচন করানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন জায়েদ। তবে এ বিষয়ে এই চিত্রনায়ক কোনো কথাই বলতে রাজি ছিলেন না। তবে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। 

তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই! শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি, থাকব। তবে কোনো ধরনের নির্বাচনের সঙ্গে আমি জড়িত থাকব না। হোক সেটি শিল্পী সমিতির নির্বাচন অথবা রাজনৈতিক নির্বাচন। আমি আমার গার্মেন্টসের ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি। সবাইকে ধন্যবাদ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে