বিনোদন ডেস্ক : বিতর্ক, অভিযোগ আর পাল্টা অভিযোগে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে এখন জায়েদ খান ও নিপুণ ইস্যু। এদিকে চিত্রনায়ক জায়েদ খানের শপথগ্রহণ অবৈধ ঘোষণা করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তার দাবি, জায়েদ কোর্টের ‘ভুয়া কাগজ’ দেখিয়ে শপথগ্রহণ করেছেন।
আজ সোমবার এফডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জায়েদ খান কোর্টের ‘ভুয়া কাগজ’ দেখিয়ে শপথগ্রহণ করেছেন। তিনি আমাকে ধোঁকা দিয়েছেন। মিডিয়ার সঙ্গেও ছলনা করেছেন। তাই তার শপথগ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম।’
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বলেন, ‘শপথের দিন সমিতির নিয়ম অনুযায়ী কমিটির সাতজন সদস্যের উপস্থিতিতে কোরাম হয়, কিন্তু জায়েদ খানের শপথ বাতিল হওয়ায় ওইদিনের কোরাম অপূর্ণ থেকে গেলো। তাই ওই মিটিংও বাতিল হয়ে গেছে।’