বুধবার, ০৬ এপ্রিল, ২০২২, ১২:২২:১৪

সৌন্দর্যে বলিউড নায়িকাদের চেয়েও সুন্দরী মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ

সৌন্দর্যে বলিউড নায়িকাদের চেয়েও সুন্দরী মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার মাধ্যমের আমাদের কাছে জনপ্রিয় হলেও মূলত সারা ভারতের এক স্বনামধন্য অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী। বলিউডের ডিস্কো ডান্সার এখনও পুরো ভারতবর্ষের কাছে মিঠুনদা বলেই খ্যাত। চলচ্চিত্র জগতের বাহিরে সমাজ ও রাজনীতিও তার বিচারণ ফাটাকেষ্টের মতোই রঙিন। বরিশালে জন্ম নেওয়া এই মহাতারকাকে বলিউডের ডান্সের জনকও বলা হয়।

তবে আজকের এই প্রতিবেদন মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসা শর্মাকে নিয়ে কিছু তথ্য জানানো হবে। মিঠুনের বড় ছেলে মিমো চক্রবর্তীর স্ত্রী মাদালসা। মিমো ২০১৮ সালে মাদালসারকে বিয়ে করেন। চক্রবর্তীর পরিবারের নামে মাদালসা সেলিব্রিটি নয়। সে ফিল্মি ক্যারিয়ারের ওপর ছোট থেকেই আগ্রহী। তিনি এর আগে ২০০৯ সালে তেলেগু ভাষায় একাধিক জনপ্রিয় ছবি করেছেন। এছাড়াও কন্নড়, তামিল, জার্মান ও কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গেছে মাদালসাকে। 

সে বর্তমানে হিন্দি সিরিয়াল জগতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করছেন। মাদালসার বাবার নাম সুভাষ শর্মা যিনি একজন বিখ্যাত পরিচালক। তাই তো ছোট থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে পরিচয় রয়েছে এই অভিনেত্রীর। অভিনেত্রীর সৌন্দর্যের তারিফ করার অপেক্ষা হয়তো রাখে না। যারা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন তারা সকলেই এই অভিনেত্রীর ভাইরাল হওয়া ছবি দেখেছেন। তবে সিরিয়ালের জগতে থাকলেও মাদালসার সৌন্দর্যের সামনে ফিকে হয়ে যায় অনেক তাবড় তাবড় বলিউড অভিনেত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে