রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ০২:২৯:৫৭

সব রেকর্ড ভেঙে চুরমার, যে নতুন ইতিহাস তৈরি করলো আরআরআর

সব রেকর্ড ভেঙে চুরমার, যে নতুন ইতিহাস তৈরি করলো আরআরআর

বিনোদন ডেস্ক : পার্টি তো হবেই! বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। মুক্তির প্রথম দিনে ১৫৬ কোটি। তার পর মাত্র ১৩ দিনেই ১,০০০ কোটির ক্লাবে পৌঁছে নতুন মাইলস্টোন গড়ার অপেক্ষায় পরিচালক এসএস রাজামৌলির আরআরআর। রাজামৌলীর এ ছবিটি একসঙ্গে আরও পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে।

এটি শুধু হাজার কোটি টাকার অঙ্ক নয়, উল্লেখযোগ্যভাবে আরও গুরুত্বপূর্ণ। কারণ এর অর্থ হল এই ছবিটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় আরও দুটি সিনেমাকে ছাড়িয়ে গেছে। শুক্রবার আরআরআর যেটাই আয় করুক না কেন, এটি সর্বকালের তৃতীয়–সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসাবে ভারতীয় সিনেমার ইতিহাসে তার স্থানকে ধরে রাখবে। উপরে আমির খানের দঙ্গল ও পরিচালকের নিজের সিনেমা বাহুবলী-২ রয়েছে।

২৪ মার্চ মুক্তির পর থেকে রাজামৌলীর ‘রাইজ-রোর-রিভোল্ট’ ওরফে ‘আরআরআর’-এ মজে আমজনতা থেকে সমালোচকেরা। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে দুই স্বাধীনতা সংগ্রামীর লড়াইয়ের কাহিনিকে কাল্পনিক পটভূমিকায় ফেলেছেন পরিচালক রাজামৌলী। এ পিরিয়ড ড্রামায় আল্লুরি সীতারাম রাজুর ভূমিকায় রামচরণকে পছন্দ করেননি এমন দর্শকও বোধ হয় হাতেগোনা। কোমরাম ভীমের চরিত্রে জুনিয়র এনটি আরকেও ভুলতে পারছেন না অনেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে