রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ০৪:৪০:৫১

বদ্ধঘরে দুই পুরুষের সাথে এ কোন খেলায় মেতেছেন সানি লিওন

বদ্ধঘরে দুই পুরুষের সাথে এ কোন খেলায় মেতেছেন সানি লিওন

বিনোদন ডেস্ক : বোতল নিয়ে এ কেমন খেলা? চোর পুলিশ খেলার মতোই বদ্ধঘরে দুই পুরুষের সাথে এ কোন খেলায় মেতে উঠেছেন সানি লিওন! এ খেলায় হারলেই মার খাওয়ার সুযোগ। নিজের ইনস্টাগ্রামে এই মারামারি খেলার একটি ভিডিও শেয়ার করেছেন সানি লিওন। প্রথমেই নিজেই চোর হিসেবে মার খেতে শুরু করলেন। 

পরে আবার নিজেই বোতল দিয়ে মার শুরু করলেন। তেলেগু অভিনেতা বিষ্ণু ভাঞ্চুর সঙ্গে বেশ জমিয়ে তুললেন। সঙ্গে আরো একজন ছিলেন অবশ্য। তিনজন মিলে বেশ আনন্দ উদযাপন করেছেন বোঝাই যাচ্ছে ভিডিও দেখে। বেশ উপভোগ্যই ছিল, সানি লিওন লিখলেন, "বেশ ভালোবাসি এই ক্রেজি গেম। "

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে