সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ০১:৫০:১৬

ওমরাহ করার উদ্দেশ্যে সৌদি আরব গেছেন রুবেল

ওমরাহ করার উদ্দেশ্যে সৌদি আরব গেছেন রুবেল

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা মাসুম পারভেজ রুবেল ওমরাহ করার উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। গত শুক্রবার তিনি মক্কা নগরীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে।

রুবেলের বন্ধু ও প্রযোজক মোরশেদ খান হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।  মোরশেদ খান হিমেল বলেন, ‘শুক্রবার ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন রুবেল।এর আগে সকলের নিকট দোয়াও চেয়েছেন। ইতোমধ্যে তিনি মক্কায় পৌঁছেছেন। আমার কাছে ছবিও পাঠিয়েছেন। ওমরাহ শেষে সপ্তাহখানেক পর দেশে ফিরবেন রুবেল।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহসভাপতি পদে ১৯১ ভোট পেয়ে জয়ী হন রুবেল। তবে ফলাফলের পর সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে জায়েদ-নিপুণের দ্বন্দ্বে বিরক্ত হয়ে যান তিনি। অভিনেতা রিয়াজকে নিজের চেয়ার ছেড়ে দিতে চান। যদিও তিনি পদত্যাগপত্র জমা দেননি। তার আগেই কার্যনির্বাহী সদস্য পদে জয়ী নায়িকা রোজিনার পদে বসেছেন রিয়াজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে