মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ০৩:১৮:৩৮

বিয়েতে রণবীরের সাবেক দুই প্রেমিকা যে উপহার দিলেন, জানলে চমকে যাবেন!

বিয়েতে রণবীরের সাবেক দুই প্রেমিকা যে উপহার দিলেন, জানলে চমকে যাবেন!

বিনোদন ডেস্ক: পারিবারিকভাবে বেশ জাঁকজমক পছন্দ আলিয়া ও রণবীরের। তবে তাদের বিয়েতে যেন তার ছিটেফোটাও মিলল না। মাত্র কয়েকজন অতিথি বিশেষ করে তালিকায় ছিলেন সবমিলিয়ে ৫০ জন। এদিকে সকল জল্পনার অবসান ঘটিয়ে মুম্বাইয়ের বান্দ্রার শহরতলিতে কাপুরদের অ্যাপার্টমেন্টে রণবীর-আলিয়ার চার হাত এক হলো।

এদিকে বলিউডের প্রভাবশালী দুই পরিবারের এই অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি ছিল না। তবে বিয়ের অনুষ্ঠান নিয়ে তারা যতটা জানিয়েছেন ততটাই জানতে পেরেছে সবাই। এবার প্রকাশ্যে আসলো রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেহেদি এবং সঙ্গীতানুষ্ঠানের ছবি। কেবল তা-ই নয়, জানা গেল অনুষ্ঠানের অন্দরমহলের খুঁটিনাটিও।

তারকাদের বিয়ের খুঁটিনাটি বিষয় জানতে মুখিয়ে থাকে নেটাগরিকরা। এখন আলোচনা চলছে বিয়েতে কী কী উপহার পেয়েছেন 'রণলীয়া'।

জানা গেছে, রণবীরের চাচাতো বোন তারকা অভিনেত্রী কারিনা কাপুর আলিয়াকে একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন। যেটির দাম তিন লাখ রুপি। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও আলিয়াকে ৯ লাখ রুপির হিরের নেকলেস উপহার দিয়েছেন।

এদিকে রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন নবদম্পতিকে প্রায় ১৫ লাখ রুপি মূল্যের এক জোড়া চোপার্ড ঘড়ি উপহার দিয়েছেন। নায়িকার স্বামী রণবীর সিং নতুন জামাই রণবীর কাপুরকে একটি কাওয়াসাকি নিনজা এইচটু আর বাইক উপহার দিয়েছেন।

অন্যদিকে রণবীরের আরেক সাবেক প্রেমিকা ও আলিয়ার ঘনিষ্ঠ বান্ধবী ক্যাটরিনা কাইফ নববধূকে একটি প্লাটিনামের ব্রেসলেট উপহার দিয়েছে, যার মূল্য সাড়ে ১৪ লাখ রুপি।

এখানেই শেষ নয়, আলিয়ার সাবেক প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা তাকে তিন লাখ রুপির একটি হ্যান্ডব্যাগ উপহার দিয়েছেন। বন্ধু বরুণ ধাওয়ান আলিয়াকে গুচির এক জোড়া জুতা দিয়েছেন, যার দাম চার লাখ রুপি।

রণবীর কাপুরের ছোটবেলার বন্ধু তথা পরিচালক অয়ন মুখার্জি এই দম্পতিকে অডি কিউ ৮ গাড়ি দিয়েছেন। ওই গাড়ির দাম ১ কোটি ৩০ লাখ রুপি। অর্জুন কাপুর বন্ধু রণবীরকে জিপার জ্যাকেট দিয়েছেন, যার দাম প্রায় দেড় লাখ রুপি। আনুশকা শর্মা বন্ধু আলিয়াকে ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি সুন্দর পোশাক উপহার দিয়েছেন। বিশেষ এই পোশাকের দাম ১ লাখ ৬০ হাজার রুপি।

মেয়ের বিয়েতে জামাইকে আড়াই কোটি মূল্যের একটি ঘড়ি উপহার দিয়েছেন শাশুড়ি সোনি রাজদান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে