বিনোদন ডেস্ক : শিল্পী সমিতির পদ থেকে অবসর নিয়ে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, একাধিক গণমাধ্যমে এমন খবর প্রকাশ হয়েছে। পদত্যাগ না করলে তিনি প্রযোজকদের নির্বাচন করতে পারবেন না খবরে বলা হয়। এই সংবাদ ঠিক নয়, এসব নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ডিপজল। তিনি পদত্যাগ করছেন না বলেও জানিয়েছেন।
ডিপজল বলেন, ‘এখানে তথ্যগত বিভ্রাট রয়েছে। এটি হয়তো অনেকে জানে না বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। মূল বিষয় হচ্ছে, শিল্পী সমিতিতে নির্বাচিত নেতৃবৃন্দের কেউ যদি অন্য সংগঠনে নির্বাচন করতে চায়, তাহলে সে করতে পারবে। তবে অন্য সংগঠনের নির্বাচিত নেতৃবৃন্দ শিল্পী সমিতিতে নির্বাচন করতে পারবে না। এটাই হচ্ছে শিল্পী সমিতির গঠনতন্ত্রের বিধান। এ বিষয়টিকে অনেকে ভুলভাবে উপস্থাপন করছেন। না জেনে এভাবে তথ্য বিভ্রাট করা উচিত নয়।’
'সানডে মানডে ক্লোজ কইরা দিমু' খ্যাত এই অভিনেতা আরও বলেন, ‘আমি শিল্পী সমিতির সিনিয়র সভাপতি। এ পদে থেকেই প্রযোজক ও পরিবেশক সমিতিতে নির্বাচন করব। এতে সাংগঠনিক কোনো বাধা নেই। আমারও পদত্যাগের দরকার হবে না। গণমাধ্যমের বরাত দিয়ে যে সংবাদ পরিবেশিত হয়েছে, তা ঠিক নয়। আমি এ ধরনের কোনো বক্তব্য কারও কাছে দিইনি।’