শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ০৪:০১:৩৯

একের পর এক রেকর্ড গড়ল ‘কেজিএফ চ্যাপ্টার ২’

একের পর এক রেকর্ড গড়ল ‘কেজিএফ চ্যাপ্টার ২’

বিনোদন ডেস্ক : প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটি মুক্তির পর প্যান ইন্ডিয়া বক্স অফিসে একাধিক রেকর্ড গড়েছে। গত ১৪ই এপ্রিল মুক্তির পর ভারতীয় বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ড ভেঙ্গে নতুন রেকির্ড গড়েছে এই সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড গড়ে ভারতীয় সিনেমার বক্স অফিসে নতুন মানদণ্ড তৈরি করেছে ২০১৮ সালের ব্লকবাস্টার ‘কেজিএফ’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘কেজিএফ চ্যাপ্টার ২’।

প্রথম পর্বের অভাবনীয় সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করেই বিশ্বব্যাপী মোট পাঁচটি ভাষায় ১০,০০০ এর বেশী স্ক্রিনে মুক্তি পেয়েছিলো সিনেমাটি। মুক্তির পর হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম সব ভাষায়ই নতুন রেকর্ড গড়েছে বহুল আলোচিত এই সিনেমাটি। চলুন দেখে নেয়া যাক মুক্তির প্রথম সপ্তাহ পর প্যান ইন্ডিয়া বক্স অফিসে যত রেকর্ড গড়েছে প্রশান্ত নীলের ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটি।

হিন্দি সিনেমার বেল্টঃ গড়া রেকর্ডের দিক থেকে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটি সবচেয়ে এগিয়ে আছে হিন্দি সিনেমার বাজারে। অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়ে অনেক হিসেবেই হিন্দি সিনেমার বাজারে শীর্ষে রয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’। হিন্দি বেল্টে এই সিনেমার রেকর্ড নীচে দেওয়া হলো –

* বক্স অফিসে সবচেয়ে বড় শুরু * প্রথম সপ্তাহান্তে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * একদিনে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * দ্বিতীয় দিনে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * রবিবার সবচেয়ে বেশী আয়ের সিনেমা * প্রথম চারদিনে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * প্রথম সপ্তাহে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * সবচেয়ে তাড়াতাড়ি ২৫০ কোটি রুপি আয়ের সিনেমা

কার্নাটাকাঃ কার্নাটাকার সিনেমা হিসেবে নিজের বক্স অফিসে ইতিমধ্যে ঐতিহাসিক ব্লকবাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে আলোচিত এই সিনেমাটি, কার্নাটাকাতে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার গড়া রেকর্ডগুলো হচ্ছে –

* বক্স অফিসে সবচেয়ে বড় শুরু * প্রথম সপ্তাহান্তে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * একদিনে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * দ্বিতীয় দিনে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * তৃতীয় দিনে সর্বোচ্চ আয়ের সিনেমা * রবিবার সবচেয়ে বেশী আয়ের সিনেমা * সর্বকালের সবচেয়ে বেশী আয়ের সিনেমা

কেরালাঃ কেরালাতেও সিনেমাটি আগের অনেকগুলো রেকর্ড ভেঙ্গে নতুন গড়তে দেখা গেছে। কেরালা বক্স অফিসে সিনেমাটির গড়া রেকর্ডের মধ্যে রয়েছে –

* বক্স অফিসে সবচেয়ে বড় শুরু * প্রথম সপ্তাহান্তে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * একদিনে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * দ্বিতীয় দিনে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * তৃতীয় দিনে সর্বোচ্চ আয়ের সিনেমা * চতুর্থ দিনে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * রবিবার সবচেয়ে বেশী আয়ের সিনেমা

অন্দ্রপ্রদেশ এবং তেলাংগাঃ প্যান ইন্ডিয়ার অন্য জায়গার মত অন্দ্রপ্রদেশ এবং তেলাংগাতেও সিনেমাটি বেশ কয়েকটি রেকর্ড গড়েছে। তেলুগু বক্স অফিসে সিনেমাটির গড়া রেকর্ডগুলোর মধ্যে রয়েছে –

* টলিউডের বাইরের সিনেমা হিসেবে বক্স অফিসে সবচেয়ে বড় শুরু * টলিউডের বাইরের সিনেমা হিসেবে প্রথম সপ্তাহান্তে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * টলিউডের বাইরের সিনেমা হিসেবে দ্বিতীয় দিনে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * টলিউডের বাইরের সিনেমা হিসেবে তৃতীয় দিনে সর্বোচ্চ আয়ের সিনেমা

* টলিউডের বাইরের সিনেমা হিসেবে চতুর্থ দিনে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * টলিউডের বাইরের সিনেমা হিসেবে একদিনে সবচেয়ে বেশী আয়ের সিনেমা * টলিউডের বাইরের সিনেমা হিসেবে রবিবার সবচেয়ে বেশী আয়ের সিনেমা

এছাড়া আইমেক্সে প্রদর্শিত সিনেমাগুলোর ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে এই সিনেমাটি। প্যান ইন্ডিয়া বক্স অফিসে রেকর্ডের ক্ষেত্রে সিনেমাটি তামিল নাড়ুতে কোন রেকর্ড গড়তে পারেনি। কারন তামিল নাড়ু বক্স অফিসে সিনেমাটি মুক্তি পেয়েছিলো তামিল সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত ‘বিস্ট’ সিনেমার সাথে। ‘বিস্ট’ মুক্তির একদিন পরে মুক্তি পাওয়া ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটি তামিল নাড়ুতে প্রদর্শিত হয়েছে সীমিত সংখ্যক স্ক্রিনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে