রবিবার, ০১ মে, ২০২২, ০১:২৪:৫৩

এন্ট্রি থেকে ক্লাইমেক্স, চমকে ভরা পুরো সিনেমায় তাক লাগালেন জিৎ!

এন্ট্রি থেকে ক্লাইমেক্স, চমকে ভরা পুরো সিনেমায় তাক লাগালেন জিৎ!

বিনোদন ডেস্ক: ‘রাবণ যদি ক্ষমা করে, তাহলে রামায়ণ আবার নতুন করে লেখা হবে!’ চারিদিকে ছড়িয়ে পড়ল ধোঁয়া। ধুমধাম মিউজিকে ‘রাবণে’র এন্ট্রি। একমুখ দাড়ি, দুচোখের মণির রং একেবারেই ভিন্ন! পর্দায় জিৎ এলেন! এন্ট্রি থেকে ক্লাইমেক্স, চমকে ভরা পুরো সিনেমায় তাক লাগালেন জিৎ। 

টলিডের যে নায়কের চকোলেট হিরো রূপ দেখে কাত হন অল্প বয়সি মেয়েরা, তার এরকম রাবণ রূপ! না, নতুন অবতারে একেবারেই বেমানান নন জিৎ। বরং তিনি যে রাবণ হয়ে ওঠার প্রত্যেকটি শর্তপূরণ করেছেন, অন্তত লুকে! তা কিন্তু ফ্রেমে ফ্রেমে প্রমাণিত। 

সদ্য মুক্তি পাওয়া জিতের ‘রাবণ’ ছবি একেবারেই লুক নির্ভর ছবি। তা শুধু রাবণরূপী জিতের জন্য নয়। বরং পুরো ছবিটাই চমকে ভরা। এই ছবি বদলা নেওয়ার গল্প বলে। জিৎ ওরফে রাম মুখার্জীর বদলা নেওয়ার গল্প। যে বদলার কারণেই রাম থেকে রাবণ হয়ে ওঠা। এই ছবির গল্পে ঢুকে পড়ে ড্রাগ মাফিয়া কাণ্ড, শিশুপাচার কাণ্ড। 

এই কাণ্ডের মূল কাণ্ডারীর পর্দাফাঁস করতে গিয়েই প্রাণ হারায় জিতের প্রেমিকা রাই চ্যাটার্জী ওরফে লহমা ভট্টাচার্য। এমনকী, ছবিতে জিতের পুরো পরিবারকেই খুন করে এই ছবির খলনায়কের দল। ব্যস, তারপর নানা ছকে একের পর বদলা, অভিনব কায়দায় শত্রুনাশ। পুলিশের চোখে ধুলো দিয়ে একই ব্যক্তি হয়ে ওঠে রাম ও রাবণ! 

শেষমেশ কি বদলা নিতে সফল হবে রাবণ? শেষমেশ কি পুলিশের হাতে ধরা পড়বে সে? মোটামুটি আড়াই ঘণ্টার ছবিতে এই গল্পই এগিয়ে চলে। ‘রাবণ’ ছবির সবচেয়ে স্ট্রং পয়েন্ট হল উপস্থাপনা। এই ছবি খুবই ঝকঝকে ও আধুনিক। ভিএফএক্সের কাজও বেশ ভাল। এই ছবিতে প্রচুর পরিমাণে টাকা ঢেলেছেন প্রযোজক জিৎ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে