মঙ্গলবার, ১০ মে, ২০২২, ০২:৫২:১৪

পূর্ণিমার নায়িকা হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যার!

পূর্ণিমার নায়িকা হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যার!

বিনোদন ডেস্ক: গত ৮ মে বিশ্বজুড়ে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও পালিত হয়েছে দিনটি। এরই অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সন্তানদের গুণী মায়েদের হাতে পদক দেওয়া হয়। প্রথমবারের মতো আয়েজিত সেই ‘মা পদক’ পেয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার গর্ভধারিণী মা সুফিয়া বেগম।

মা দিবসে মায়ের এমন পদকপ্রাপ্তিতে উচ্ছ্বসিত ঢাকাই ছবির জনপ্রিয় এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সেই উচ্ছ্বাস জানান দিয়েছেন তিনি। 

সোমবার ফেসবুকে মায়ের পদকপ্রাপ্তির খবর জানিয়ে পূর্ণিমা লিখেছেন, ‘‘গতকাল মা দিবসে ‘মা পদক’ ২০২২-এর মধ্য দিয়ে আমাদের মাকে সম্মানিত করা হলো। এই প্রথমবারের মতো আমার আম্মাকে পুরস্কৃত করা হয়েছে। আমার মাকে সম্মানিত করতে পারার একটি সুযোগ, একটি স্বপ্নের অপেক্ষায় ছিলাম। ’’

পূর্ণিমা লিখেছেন, ‘উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম আমার মাকে সম্মাননা তুলে দিয়েছেন। সেই সাথে চলচ্চিত্রের আরো একজন জীবন্ত কিংবদন্তি আম্মাজান খ্যাত শ্রদ্ধেয় শবনম ম্যামের উপস্থিতি আরো অনেক বেশি আলোকিত করেছে। এর চাইতে বড় পাওয়া আর কী হতে পারে, আমার মাকে সম্মাননা দিতে পেরে মনে হচ্ছে আমার চলচ্চিত্র জীবনে পূর্ণ সফলতা আমি আজ পেয়েছি। ’

এই অভিনেত্রী আরো লেখেন, ‘মা না থাকলে আজ আমি পূর্ণিমা হতে পারতাম না। পুরো অনুষ্ঠান জুড়ে আমার খুব পছন্দের মানুষগুলো ছিলেন, সম্মানিত মায়েরা ছিলেন, এত সুন্দর মুহূর্ত আর কখনো পাব কি না, জানি না। ’  এমন স্টাটাসে বুঝা যাচ্ছে তার নায়িকা হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান এই চিত্রনায়িকার মায়ের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে