বুধবার, ১১ মে, ২০২২, ০১:৩৫:৫৬

জাহ্নবীর মুখে বাংলায় যে কথা শুনে হেসে উঠেন সৌরভ!

জাহ্নবীর মুখে বাংলায় যে কথা শুনে হেসে উঠেন সৌরভ!

বিনোদন ডেস্ক: দাদাগিরি বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুর্দান্ত উপস্থাপনায় বুঁদ গোটা বাংলা। দাদাগিরি মানেই প্রতিটি এপিসোডেই থাকে নিত্য নতুন চমক। এবার দাদাগিরির মঞ্চে সম্পূর্ণ হতে চলেছে কাপুর পরিবারের এক বৃত্ত। 

কারণ আগামী ছবির শ্যুটিং এর ফাঁকে কলকাতায় ঝটিকা সফরে এলেন জাহ্নবী কাপুর। তাও আবার সোজা দাদাগিরির সেটে। সবুজ সিফন শাড়ি স্লিভ লেস ব্লাউজ। হালকা মেক আপ কানের ভারী চাঁদ বালিতে নজরকাড়া জাহ্নবী। এর আগে দাদাগিরি মঞ্চে এসেছিলেন শ্রীদেবী ও বনি কাপুর। এবার হিরোইন হওয়ার পর এলেন জাহ্নবী।

সম্প্রতি জি বাংলার তরফে ইউটিউব চ্যানেলে আগামী পর্বের নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। আগামী ১৫ মে রবিবার ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এই দিনের পর্বে দেখা যাবে বাংলার জনপ্রিয় সব ইউটিউবারদের। জাহ্নবীর সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনেত্রী ধড়ক ছবির ঝিংগাট গানে নাচতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

জাহ্নবীকে সৌরভ জানান, এই মঞ্চে একসময় এসেছিলেন জাহ্নবীর বাবা তথা প্রযোজক বনি কাপুর। অভিনেত্রী প্রয়াত মা তথা বলিউডের নামী অভিনেত্রী শ্রীদেবীও একসময় এই মঞ্চে এসেছিলেন। এবার মেয়ে এসে পুরো গোলটা পরিপূর্ণ করল। 

নাচ গানের পাশাপাশি জাহ্ণবী কতটা বাংলা পটু তাও পরখ করলেন দাদা। এর আগে ধড়ক ছবির শ্যুটিং-এর সময় বেশ কেয়েকদিন কলকাতায় ছিলেন জাহ্নবী। তবে বাংলা এ খুব একটা সড়গড় না হলেও একটা কথা শিখেছেন শ্রীদেবী কন্যা।

জাহ্নবী কী বাংলা জানেন? দাদার প্রশ্নের উত্তরে জাহ্নবী বলেন, ‘আমি শুধুমাত্র একটা লাইন বলতে পারি। তাড়াতাড়ি করো (আধো আধো গলায় বলেন)।’ সঙ্গে সঙ্গে সৌরভ হাসি হাসি মুখে বলে ওঠেন, হেসে ওঠেন জাহ্নবী। এককথায় আগামী রবিবার দাদাগিরির দর্শকরা জমজমাট একটি পর্ব পেতে চলেছেন।

সম্প্রতি একটি সবুজ শাড়িতে ছবি দেন জাহ্নবী কাপুর যা দেখে শ্রীদেবীর সঙ্গে মিল খুঁজে পান নেটপাড়ার বাসিন্দারা। এবার সেরকমই একটি শাড়িতে দাদাগিরির মঞ্চে হাজির হলেন জাহ্নবী।উল্লেখ্য ২০১৮ সালে বলিউডে পা রাখেন শ্রীদেবী কন্যা। 'ধড়ক' , 'গুঞ্জন সাক্সেনা' ও 'দোস্তানা ২'- এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে