বুধবার, ২৫ মে, ২০২২, ১১:২৬:১১

সালমানের হাত ধরেই জীবনের নতুন অধ্যায় শুরু শেহনাজের

সালমানের হাত ধরেই জীবনের নতুন অধ্যায় শুরু শেহনাজের

বিনোদন ডেস্ক: ভগ্নিপতির কেরিয়ার বানিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন সালমান খান। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এ নিজেকে ব্যাকফুটে রেখে এগিয়েছিলেন আয়ুষ শর্মাকে। কিন্তু, এত কাণ্ডের পর সেই ‘কভি ইদ কভি দিওয়ালি’ থেকে বিদায় নিলেন আয়ুষ।

সালমান খানের সঙ্গে মতপার্থক্যের কারণেই নাকি সরে যেতে বাধ্য হয়েছেন অর্পিতা খানের স্বামী। বলা ভালো, খোদ সালমানই সেট থেকে চলে যেতে বলেছেন তাঁকে। সূত্রের খবর, পরিচালক ফারহাদ সামজির সঙ্গে শুরু থেকেই বচসা চলছিল আয়ুষের। 

মধ্যস্থতা করেন সালমান। সমস্যা সমাধানের রাস্তাও খোঁজেন সলমান। কিন্তু শ্যালকের পরামর্শ মনে ধরেনি অভিনেতার। উপায় না দেখে তখনই আয়ুষকে ছবি থেকে সরে যেতে বলেন সালমান। এর পর আর কথা বাড়াননি আয়ুষ। তৎক্ষণাৎ ‘কভি ইদ কভি দিওয়ালি’ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

ইতিমধ্যে আয়ুষের বিকল্পও খুঁজে নিয়েছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, আয়ুষের জায়গায় নেওয়া হবে সলমানের সহ-অভিনেত্রী ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানিকে। তবে কি এ বার তাঁর বিপরীতেই দেখা যাবে শেহনাজ গিলকে? জানতে মুখিয়ে অনুরাগীরা।

‘কভি ইদ কভি দিওয়ালি’ ঘিরে রয়েছে আসা-যাওয়ার পালা। গুঞ্জন, পরিচালক ফারহাদের কাজ পছন্দ হচ্ছিল না সালমানের। শোনা যাচ্ছে, ‘কভি ইদ কভি দিওয়ালি’র পরিচালনার দায়িত্ব থেকে প্রায় সরিয়ে ফেলা হয়েছিল তাঁকে। পরিচালকের নির্মাণশৈলী পছন্দ না হওয়ায় ছবি পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন অভিনেতা।

এই ছবিতে আবার মুখ্য চরিত্রে অভিনয় করছেন সালমান। কিন্তু, একই সঙ্গে দু’দিক সামলানো কি মুখের কথা? অভিনেতার মুশকিল আসান করছেন ছবির সহকারী পরিচালকরা। 

সলমান যখন ক্যামেরার পিছনে থাকতে পারছেন না, তখন এগিয়ে আসছেন তাঁরা। তবে, ফারহাদকে নাকি খাতায়-কলমে এখনও ছবির একটি অংশ বলেই ধরা হচ্ছে। কখনও কোনও ধরনের সাহায্য লাগলে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে।

‘কভি ইদ কভি দিওয়ালি’র মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করছেন শেহনাজ। দিন কয়েক আগে শ্যুটও শুরু করেছেন তিনি। কাজের প্রথম দিন সিদ্ধার্থ শুক্লকে মনে করে ভেঙে পড়েছিলেন কান্নায়। শেহনাজকে সব শিখিয়ে পড়িয়ে নেওয়ার দায়িত্ব সলমানের। ‘বিগ বস’ থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁদের। সালমানের হাত ধরেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে