রবিবার, ১৯ জুন, ২০২২, ০২:৩০:৫৩

সরকারি চাকরি ছেড়ে অভিনয় জগতে এসে রাজত্ব করেছেন যারা

সরকারি চাকরি ছেড়ে অভিনয় জগতে এসে রাজত্ব করেছেন যারা

বিনোদন ডেস্ক: বলিউডে এমন বহু তারকা রয়েছেন, যারা শুধু মাত্র অভিনয় জগতে কাজ করবেন বলে নিজেদের স্থায়ী সরকারি চাকরি ছেড়ে এসেছিলেন। দেব আনন্দ থেকে অমরীশ পুরী, দিলীপ কুমার থেকে অমল পালেকর সকলেই কোনও না কোনও সরকারি সংস্থার কর্মী ছিলেন। 

কেউ উচ্চপদে চাকরি করতেন, আবার কেউ কেরানি পদেও চাকুরিরত ছিলেন। শুধু বি-টাউনেই নয়, এই বদল দেখা গিয়েছে দক্ষিণী সিনেমার জগতেও। সকলের প্রিয় রজনীকান্ত অভিনয় ক্ষেত্রে আসার আগে সরকারি কর্মচারী ছিলেন।১৯৭৫ সালে বড় পর্দায় রজনীকান্তের প্রথম আগমন। 

তার আগে বেঙ্গালুরু পরিবহণ সংস্থার অন্তর্গত সরকারি বাসের কন্ডাক্টর ছিলেন থালাইভা। দিলীপ কুমার পুণেতে কর্মরত ছিলেন। সেখানকার সেনাশিবিরের ক্যান্টিনে কাজ করতেন তিনি। পরে বলিউড অভিনেত্রী দেবিকা রানি তাকে হিন্দি ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। 

দিলীপ অভিনীত প্রথম তিনটি ছবি তেমন হিট না করলেও ১৯৪৭-এ মুক্তি পাওয়া ‘জুগনু’ ছবি বক্স অফিসে তুমুল সাড়া ফেলে। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। এই তালিকায় রয়েছেন বলিউডের ‘এভারগ্রিন’ নায়ক দেব আনন্দ। 

১৯৪৬ সালে ‘হম এক হেঁ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি কিন্তু মুম্বাইয়ে তার আসা কর্মসূত্রেই। লাহৌরে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করার পর মুম্বাইয়ের চার্চগেট এলাকায় সেন্সর বোর্ডের অফিসে কেরানি পদে চাকরি করতেন দেব আনন্দ।

অমল পালেকরের নাম শুধু বলিউডেই নয়, মারাঠি নাট্যজগতেও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এমনকি, মারাঠি সিনেমার হাত ধরেই তার অভিনয় জগতের যাত্রা শুরু। তবে, অভিনয় জগতে পুরোপুরি আসার আগে তিনি একটি নামকরা সরকারি ব্যাঙ্ক সংস্থার কর্মী ছিলেন।

অভিনেতা কুলভূষণ পণ্ডিত ওরফে রাজ কুমারের প্রথম ছবি ১৯৫২ সালে মুক্তি পেলেও তিনি মুম্বাইয়ে এসেছিলেন আরও ১২ বছর আগে। মোট ৭০টি হিন্দি ছবিতে অভিনয় করলেও অভিনয় ক্ষেত্রে আসার আগে তিনি মুম্বাই পুলিশের সাব-ইনস্পেক্টর ছিলেন।

‘মোগাম্বো খুশ হুয়া’ বেশির ভাগ হিন্দি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অমরীশ পুরীকে। কিন্তু তার আগে এমপ্লয়িজ স্টেট ইনস্যুরান্স কর্পোরেশন (ইএসআইসি) নামে একটি সরকারি সংস্থায় কর্মী ছিলেন তিনি।

‘সিআইডি’ হিন্দি ধারাবাহিকের এসিপি প্রদ্যুম্নকে তো চেনেন? প্রদ্যুম্ন নামে তাকে অধিকাংশ দর্শক চিনলেও তার আসল নাম শিবাজি সত্যম। সরকারি ব্যাঙ্কে ক্যাশিয়ার পদে কাজ করতেন তিনি। অভিনয় করবেন বলে ব্যাঙ্কের চাকরি ছেড়ে থিয়েটারে যোগ দেন। পরবর্তী কালে তাকে বহু হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করতে দেখা যায়। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে