রবিবার, ১৭ জুলাই, ২০২২, ১২:০২:১৮

বিয়ের আগে অপি, পরে জয়া, এরপর মম আর এখন পূজা

বিয়ের আগে অপি, পরে জয়া, এরপর মম আর এখন পূজা

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। তার গানের ভক্ত সংখ্যা রয়েছে অনেক। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। ভক্তদের জন্য বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। এবার জানালেন পছন্দের নায়িকাদের তালিকা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকজন নায়িকার নাম উল্লেখ করেন প্রিন্স মাহমুদ, যাদের তিনি নানা সময়ে পছন্দ করতেন। বর্তমানে তার পছন্দ নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরিকে।

প্রিন্স লিখেছেন, ‘ক্লাস সিক্সে থাকতে স্মিতা পাতিলকে ভালো লাগত, বড় হওয়ার পর নন্দিতা দাশকে। বিয়ের আগে অপি, বিয়ের পর জয়া, এরপর মমকে ভালো লাগত। গত ঈদে ‘লেডিস অ্যান্ড জেন্টেলমেন’-এর নায়িকা ফারিণ…ক্লাসি। আর এই মুহূর্তে পূজা চেরিকে ভালো লাগছে, সিরিয়াস ভালো লাগছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে