বিনোদন ডেস্ক: পল্লবী, বিদিশা, মঞ্জুষার মৃ'ত্যুর রেশ কাটতে না কাটতেই ফের উঠতি মডেলের ঝু'ল'ন্ত দে'হ উদ্ধার হল। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকে ঝুল'ন্ত অবস্থায় উদ্ধার হয় পুজা সরকার নামে এক মডেল অভিনেত্রীর দে'হ।
এই আবাসনে তিনি তার এক বান্ধবীর সঙ্গে থাকতেন। গত ৬ মাস আগে এই ফ্ল্যাটে ভাড়া থাকতে আসেন ওই তরুণী। শনিবার রাতে ঝুল'ন্ত দেহ উ'দ্ধার হন পুজার। তবে পুজা আদৌও আ'ত্মহ'ত্যা করেছেন নাকি পুজার মৃ'ত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই পুজার ওই বান্ধবীকে জি'জ্ঞাসাবা'দ করছে পুলিশ। পুজার ঘর থেকে পুলিশ কোনও সু'ইসা'ইড নোট উদ্ধার করেনি। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে যে ওই মডেলের শরীরে কোনও চো'ট-আ'ঘা'ত ছিল না। মডেল দে'হ এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়'না ত'দন্তের জন্য।
১৯ বছরের ওই মডেল কেন আ'ত্মঘা'তী হলেন তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুজার বান্ধবী জানিয়েছেন যে শনিবার অনেক রাত পর্যন্ত তারা আড্ডা মা'রেন, খাওয়া-দাওয়া করেন এবং তারা শুতে চলে যান। পুজার দরজা বন্ধ ছিল ভেতর থেকে এবং যখন তার বান্ধবী জানতে পারেন যে কোনও একটা গ'ণ্ডগো'ল হয়েছে তিনি পুলিশকে খবর দেন।
পুলিশ সূত্রের খবর, মৃ'ত তরুণী উত্তর চব্বিশ পরগণার গাইঘাটার বাসিন্দা। গোবরডাঙা কলেজের ছাত্রী। মাস ছয়েক আগে বাঁশদ্রোণীর এই ফ্ল্যাটটি ভাড়া নেন মডেল পুজা ও তার বান্ধবী। স্থানীয়দের দাবি প্রায় দিনই ঝগড়া অশান্তি প্রায় দিনই গভীর রাতে ফিরতেন পূজা। এই মুহূর্তে আওয়াজ শোনা যেত তাঁদের ফ্ল্যাট থেকে।
তারা প্রায়ই ফিরতেন অনেক রাত করে। ওই তরুণী কোনও মানসিক অ'বসা'দে ভু'গছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে একই ফ্ল্যাটে থেকেও মডেলের বান্ধবী কেন কিছু টের পেলেন না তা জি'জ্ঞাসাবা'দ করা হচ্ছে তাকে।