বুধবার, ২০ জুলাই, ২০২২, ১২:৩৪:৩৬

এবার বলিউডে খান পরিবারে বিয়ের সানাই

এবার বলিউডে খান পরিবারে বিয়ের সানাই

বিনোদন ডেস্ক: কখনও পরিবারের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন, কখনও আবার পুরুষ সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানো। বিভিন্ন মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছেন ইরা খান। অভিনেতা আমির খানের মেয়ে। যা নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। 

যদিও তা নিয়ে আজ পর্যন্ত মুখ খোলেননি আমির বা পরিবারের কেউই। বুধবার সকাল থেকে নতুন খবর ছাড়িয়ে পড়েছে। এবার নাকি বলিউডে খান পরিবারে বিয়ের সানাই বাজতে চলেছে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির-কন্যা। হঠাৎ কেন শুরু হল এই জল্পনা?

মঙ্গলবার রাতে একটি ছবি ভাগ করে নেন ইরা। যেখানে মধ্যমণি ইরার দিদা। পাশে প্রেমিক শিখরকে নিয়ে বসে ইরা। সেই ছবি থেকেই তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। তবে কি বিয়ে করতে চলেছেন আমির-তনয়া? যদিও তা এখনও রহস্য। 

কারণ ইরা বা তার পরিবার সকলেরই মুখে কুলুপ। দুই বছর হয়ে গেল সম্পর্কে রয়েছেন তারা। প্রেম নিয়ে কোনওদিন লুকোচুপি করেননি তারা। সেই প্রমাণ মিলেছিল ইরার জন্মদিনের ছবিতেই। তবে এখনই খান পরিবারে বিয়ের সানাই বাজবে কি না, তা দুই পরিবার থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে