শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১২:১৭:৫২

দুইজনের কাছেই বিয়ের অভিজ্ঞতা ভীষণ তিক্ত ছিল: সামান্থা

দুইজনের কাছেই বিয়ের অভিজ্ঞতা ভীষণ তিক্ত ছিল: সামান্থা

বিনোদন ডেস্ক: নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে ভেঙেছে ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। তবে বিচ্ছেদ নিয়ে এর আগে সেভাবে মুখ খোলেননি তিনি। অবশেষে কফি উইথ করনের কাউচে বসে বিবাহ-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থ রুথ প্রভু।

কফি উইথ করনে এসে সামান্থা স্বীকার করে নেন নাগা চৈতন্যের সঙ্গে তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত মোটেও বন্ধুত্বপূর্ণভাবে কিংবা সমঝোতা করে নেননি। সামান্থা জানান, দুইজনের কাছেই বিয়ের অভিজ্ঞতা ভীষণ তিক্ত ছিল।

সামান্থা বলেন, “অভিজ্ঞতা বড়ই তিক্ত। যদিও এখন সেটা অনেকটাই ঠিক হয়ে গেছে। আমি আগের থেকে অনেক বেশি শক্ত হয়েছি। আমাদের এই বিয়ের অভিজ্ঞতা এতটাই তিক্ত ছিল, যে আপনি যদি আমাদের এক ঘরে বন্ধ করে দেন, তাহলে অবশ্যই সেখানে ধারলো কোনও জিনিস না রাখাই ভালো। হ্যাঁ, ঠিকই শুনছেন।”

করন সামান্থাকে পাল্টা প্রশ্ন করেন, তোমাদের সম্পর্ক কি এখনও বন্ধুত্বপর্ণ হয়নি? উত্তরে সামান্থা বলেন, “না, এখনও নয়, তবে হয়তো ভবিষ্যতে হতে পারে।” করন বলেন, “তুমি সোশ্যাল মিডিয়া থেকে নাগার পদবি আক্কিনেনি তুলে নেওয়ার পরই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।”

সামান্থা বলেন, “আমাদের শুভাকাঙ্খীদের বলব, অনেক চিন্তা-ভাবনার পর আমরা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা ভাগ্যবান যে এক দশকেরও বেশি সময় ধরে আমাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব ছিল। যে কারণে আমাদের মধ্যে এখনও একটা বন্ধন রয়েছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে