শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১২:৩২:০৩

জাহ্নবী কাপুরের এমন বক্তব্যে অবাক গণিতপ্রেমী

জাহ্নবী কাপুরের এমন বক্তব্যে অবাক গণিতপ্রেমী

বিনোদন ডেস্ক: ‘সাহিত্য, ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে। সংস্কৃতিমনস্ক করে তোলে। কিন্তু গণিত? তা তো মানুষকে প্রতিবন্ধী করে।’ হঠাৎ গণিত বিদ্বে'ষী এমন কথা? আসলে সম্প্রতি বলিউড তারকা জাহ্নবী কাপুর এভাবেই তার পড়াশোনার বিষয়টি শেয়ার করেছেন।

যদিও জাহ্নবী কাপুরের এমন বক্তব্যে অবাক গণিতপ্রেমী। তবে তাতে জাহ্নবী কাপুরের কিছু যায় আসে না। সোজাসাপ্টা তার মন্তব্য- তিনি নাকি তার পড়া নিয়ে ব্যক্তিগত বিষয়টি প্রকাশ করেছেন। অনেকে আবার বলিউড নায়িকার এই বক্তব্যকে মজার হিসেবে নিয়েছেন।

সাক্ষাৎকারে সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাহ্নবী নিজের স্কুলজীবনের কথা তুলে ধরে বলেন, ‘আমি শুধুমাত্র ইতিহাস এবং সাহিত্য পড়তে ভালোবাসতাম। তাতে ভালো রেজাল্টাও করেছি। কিন্তু গণিত আমার মাথায় ঢুকতো না। আমি আজও বুঝি না অ্যালজেব্রা কী কাজে লাগে!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে