শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ০১:৫৪:২৩

পুষ্পা-২ ছবির জন্য প্রস্তাব, যা বললেন মনোজ বাজপেয়ী

পুষ্পা-২ ছবির জন্য প্রস্তাব, যা বললেন মনোজ বাজপেয়ী

বিনোদন ডেস্ক: পুষ্পার নির্মাতারা মনোজ বাজপেয়ীকে এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। এই ধরণের কানাঘুষোয় উচ্ছ্বসিত ছিল পুষ্পার অনুরাগীরা। একদিকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন তো অন্যদিকে বলিউডের তাবড় অভিনেতা মনোজ বাজপেয়ী।

দুই জনের যুগলবন্দিতে বড় পর্দায় নয়া ধামাকা হতে চলেছে। এই আশাতেই বুক বেঁধে ছিলেন সিনেপ্রেমী মানুষ। পুষ্পায় পুলিশ কর্মকর্তার চরিত্রে প্রস্তাব, যা বললেন মনোজ বাজপেয়ী। শেষ পর্যন্ত এই গুঞ্জনে শিলমোহর পড়ল না। 

বরং এই গুজব উড়িয়ে মনোজ বাজপেয়ী উলটে প্রশ্ন তুলেছেন, "আপনারা এই ধরণের খবর কোথা থেকে সংগ্রহ করেন বলুন তো।" অভিনেতা জানান, পুষ্পা ২-এর সঙ্গে তাঁর কোনও যোগ নেই। এটা গুজব ছাড়া আর কিছুই নয়। 

তাই পুষ্পা ভক্তদেরও আর এক ফ্রেমে আল্লু অর্জুন- মনোজ বাজপেয়ীর যুগলবন্দি অভিনয় দেখার সাধ মিটল না। মনোজ বাজপেয়ীকে দক্ষিণী ছবি নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়। মনোজের কথায়, "আমি দক্ষিণী ছবিতে আগেও কাজ করেছি। আমার ভালো চরিত্র ও ভালো গল্পের প্রতি আশক্তি।"

তিনি বলেন, "বাজেট হাজার হোক বা ৫০০ কোটি হোক তাতে আমার কোনও মাথা ব্যথা নেই। আমি সিনেমার বাজেটের পরিমান দেখে কাজ করতে মোটেই পছন্দ করি না। আজকাল সকলে বক্স অফিস কালেকশন নিয়ে খুব চর্চা করে। আমি কিন্তু এই বিষয়টা নিয়ে একেবারেই চিন্তিত নই।"

গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা অভিনীত ছবি Pushpa: The Rise। ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। রাতারাতি ব্লকবাস্টার হিটের তকমা পায় এই ছবি। বর্তমানে ছবির দ্বিতীয় অংশের চিত্রনাট্য গোছানোর কাজ নিয়ে ব্যস্ত পরিচালক সুকুমার।

শোনা যাচ্ছে, জুলাই মাসেই Pushpa: The Rule ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। আল্লু অর্জুনের ভক্তরা ছবির পরবর্তী অংশের আপডেট পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে