শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ০৪:৩০:০৬

টলিউডে খুশির হাওয়া, মা হলেন অভিনেত্রী

টলিউডে খুশির হাওয়া, মা হলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: কলকাতার টলিউডে খুশির হাওয়া। মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী। শুক্রবার সকালেই তার স্বামী অনির্বাণ বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুখবর। জানিয়ে দিলেন, তাদের পরিবার আলো করে জন্ম নিয়েছে এক শিশুকন্যা। 

সেই সঙ্গে হাসপাতালের কেবিনে অভিনেত্রীর সঙ্গে তার একটি ছবিও শেয়ার করেন তিনি। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘হ্যালো পৃথিবী! আমাদের একগুচ্ছ ভালোবাসার প্রকাশ, মেয়ে হয়েছে।’ সেই সঙ্গে তিনি এঁকে দিয়েছেন শিশু ও হৃদয়ের ইমোজিও। 

খবর ছড়িয়ে পড়তেই দম্পতিকে শুভেচ্ছা জানাতে থাকেন সবাই। নিউটাউনের এক হাসপাতালের প্রসূতি বিভাগে ভরতি হয়েছিলেন বাসবদত্তা। তবে বরাবরই নেটদুনিয়ার কাছ থেকে নিজের ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখা বাসবদত্তা গত মে মাসে সকলকে জানিয়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা। 

তার দুই মাস পরই মা হলেন অভিনেত্রী। ২০১৮ সালে অনির্বাণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বাসবদত্তা। এক বন্ধুর মারফত পরিচয় এবং সেখান থেকেই ক্রমে প্রেমের সূত্রপাত। তারপরই বিয়ের সিদ্ধান্ত। অবশেষে বিয়ের চার বছর পরে দুই থেকে তিন হলেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে