শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ০৬:০১:৫০

আলিয়ার মন্তব্য মন ছুঁয়ে গেছে রণবীরের

আলিয়ার মন্তব্য মন ছুঁয়ে গেছে রণবীরের

বিনোদন ডেস্ক : ‘শামশেরা’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। ছবি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। দর্শক-শুভানুধ্যায়ীদের অভিনন্দনে সিক্ত তিনি।

শামশেরা নিয়ে রণবীর ঘরণীর মন্তব্য কী? এ বিষয়ে ভক্তদের জানার আগ্রহ। একটি ইভেন্টে মিডিয়ার সঙ্গে আলাপকালে রণবীর আলিয়ার মন্তব্য জানিয়েছেন। আলিয়ার মন্তব্য মন ছুঁয়ে গেছে রণবীরের।

রণবীর জানান, তিনি ‘শামশেরা’-তে তার অভিনয়ের জন্য আলিয়াকে ভালোবাসা দিয়েছিলেন। আলিয়া রণবীরের অভিনয় পছন্দ করেছেন।

বাণী কাপুর এবং সঞ্জয় দত্ত মুখ্য ভূমিকায় অভিনয় করা ছবিটি প্রেক্ষাগৃহে হিট করেছে। এটি বক্স অফিসে একটি ইতিবাচক সূচনা করেছে কারণ দর্শকরা চার বছর পর রণবীরকে বড় পর্দায় দেখতে আগ্রহী।

স্ত্রীর প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে রণবীর বলেন, সে সত্যিই ছবিটি পছন্দ করেছে। এটা আমার জীবনে অনেক বড় টিক চিহ্ন। আছা হ্যায়, ঘর পে বিভি খুশ হ্যায় তো আমি খুশ হু।

নিজের ছবির প্রচারের সময় রণবীরকে ‘ডার্লিংস’-এ অভিনয়ের জন্য আলিয়াকেও প্রশংসা করতে দেখা গেছে। শেফালি শাহ এবং বিজয় ভার্মা অভিনীত ছবিটি আগস্টে মুক্তি পাবে। আলিয়ার কঠোর পরিশ্রমের প্রশংসা করে রণবীর বলেন, আলিয়া এবং রণবীর শিগগিরই তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে