বিনোদন ডেস্ক: সেরা অভিনেতার পুরস্কার পেলেন দক্ষিণী সুপারস্টার সূরিয়া। তিনি জাতীয় মঞ্চে সুরারাই পত্রু সিনেমার জন্য এই পুরস্কার জিতে নিলেন। সংস্কৃতি জগতে সব অভিনেতাই যে সমান তা প্রমাণ ভারতের ৬৮তম জাতীয় পুরস্কারের মঞ্চ।
অভিনেতা অজয় দেবগণ 'তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র' সিনেমার জন্য সেরা অভিনেতা জাতীয় পুরস্কার পেলেন। একযোগে সেরা অভিনেতার পুরস্কার পেলেন দক্ষিণী সুপারস্টার সূরিয়া।
তথ্য সম্প্রচার মন্ত্রনালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার পর শুক্রবার সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এর তালিকা ঘোষণা করে। সেই বছর অজয় দেবগণ ও সূরিয়া তাদের সিনেমার মাধ্যমে দর্শকদের ভরপুর মনোরঞ্জন করেন।
বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই দিকপালকে যৌথভাবে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। জাতীয় পুরস্কারের মঞ্চে দক্ষিণী সুপারস্টার সূরিয়ার সিনেমার মাজিমাত।
সুরারাই পত্রু সেরা সিনেমার পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছে। সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অর্পণা বল্লাল। এছাড়াও সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সেরা স্ক্রিনপ্লে হিসাবেও সুরারাই পত্রু সিনেমাটিকে বেছে নেওয়া হয়েছে। দক্ষিণী সুপারস্টার সূরিয়ার জন্য এটা প্রথম জাতীয় পুরস্কার।