সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১১:৫৫:২৯

শ্রাবন্তীর পা নিয়েই মেতেছে অনুসারীরা

শ্রাবন্তীর পা নিয়েই মেতেছে অনুসারীরা

বিনোদন ডেস্ক: দুদিন আগেই খো’লামেলা ফটোশুট করে আলোচিত হয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী। শরীরী আবেদন ফুটিয়ে তোলা সেই ছবির জন্য কটাক্ষও শুনতে হয়েছে তাকে। দুদিন যেতে না যেতে আবারও সাহসী রূপে হাজির অভিনেত্রী। এবার নজরে তার অনাবৃত পা।

রোববার (২৪ জুলাই) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। সেখানে তাকে বেগুনি রঙের একটি শর্ট গাউনে দেখা গেছে। পোশাকের নকশা অনুযায়ী অভিনেত্রীর পায়ের সিংহভাগ অনাবৃত। তাই শ্রাবন্তীর পা নিয়েই মেতেছে অনুসারীরা।

ছবির নিচে অসংখ্য ভক্ত তার পা দেখে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন। তাকে আবেদনময়ী বলেও অভিহিত করেছেন অনেকে। তবে নিন্দাও এসেছে সমান তালে। কেউ লিখেছেন, ‘হায়রে ঠাকুমা আবার ছোট পোশাক পরেছেন’, ‘আরেকজন লিখেছেন, ‘বুড়ি হয়ে গেছো, ছোট ড্রেস পরে লাভ হবে না’। যদিও এসব মন্তব্যে ভ্রূক্ষেপ করেন না শ্রাবন্তী।

ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘বেবি আই গট ইস্যুস, বাট আই লাভ মাইসেলফ’। তাকে ঘিরে এত বিতর্ক, সমালোচনা তিনি নিজেও অনুভব করেন। সেটাই যেন বুঝিয়ে দিলেন ক্যাপশনের মাধ্যমে। তার নানাবিধ সমস্যা রয়েছে ঠিক, তবুও শ্রাবন্তী নিজেকে ভালোবাসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে