মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ০৮:৪৪:১৬

আলিয়া কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, জানেন?

আলিয়া কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, জানেন?

বিনোদন ডেস্ক: বিটাউনে বহু অভিনেত্রী এমন রয়েছেন যাঁরা একদম ছোট বয়স থেকে কাজ করছেন। শ্যুটিং এর ফাঁকেই চলেছে পড়াশোনা। আলিয়া ভাট মাত্র ১৭ বয়স থেকে অভিনয় শুরু করেন। 

এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় ও বলিউডের পয়লা নম্বর অভিনেত্রী। চলতি বছরই রণবীর সিংকে বিয়ে করেন আলিয়া এই বছর মা হওয়ার কথা ঘোষণা করেন আলিয়া। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির মাধ্যমে বলিউডে এন্ট্রি নেন আলিয়া। 

সেই সময় স্কুলেই পড়ছিলেন আলিয়া। এমনকী স্কুল কামাই করে ছবির অডিশন দিতে আসেন আলিয়া। ছোটবেলা থেকেই আলিয়ার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার সেই কারণেই তিনি পড়াশোনা আর করেননি স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পর। 

ক্লাস টেনে-র পরীক্ষায় আলিয়া পেয়েছিলেন ৭১ শতাংশ নম্বর। তারপর আর পড়া হয়নি আলিয়ার কারণ কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন তিনি। 

সোমবার নেটফ্লিক্সে (Netflix) সামনে এল আলিয়া ভাট প্রযোজিত ‘ডার্লিংস’ এর ট্রেলার (Darling Trailer)। আলিয়ার পাশাপাশি এই ছবিতে রয়েছেন শেফালি শাহ, বিজয় ভর্মা এবং রোশন ম্যাথু। 

তবে এই ছবিতে একেবার অন্য অবতারে আলিয়া। অভিনেত্রীর এই রূপ দর্শক আগে কখনও দেখননি। এককথায় তিনি একেবারে ‘ডেয়ার ডেভিল’।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে