বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১১:৪৩:২৩

বাবা হয়ে পরীমণির উদ্দেশ্যে যা লিখলেন রাজ

বাবা হয়ে পরীমণির উদ্দেশ্যে যা লিখলেন রাজ

বিনোদন ডেস্ক : পুত্র সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বাবা হলেন অভিনেতা শরিফুল রাজ। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর স্বামী রাজ।

তাদের পরিবারে নতুন সদস্য আগমনের সুখবরটি ফেসবুকেও ভক্ত-শুভাকাঙক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন ‘পরাণ’ সিনেমার আলোচিত এই অভিনেতা। আরও পড়ুন: দায় স্বীকার করলেন তামিম, শাস্তি দিল আইসিসি

পরীর সঙ্গে বিয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে রাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অভিনন্দন আমার প্রিয় বউ পরীমণি। এটা আমাদের পুত্রসন্তান।’

এর আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেন, ‘বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আরও পড়ুন: আর্জেন্টিনা ২, ব্রাজিল ৫

যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।’ তিনি আরও যোগ করেন, ‘শেষ কটা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এল পুত্রসন্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে