রবিবার, ২১ আগস্ট, ২০২২, ০১:৪০:৩১

অনন্ত জলিল খুবই ভালো মানুষ: মিশা সওদাগর

অনন্ত জলিল খুবই ভালো মানুষ: মিশা সওদাগর

বিনোদন ডেস্ক: শুরুটা হয়েছিল ‘দিন দ্য ডে’ সিনেমার নায়ক-প্রযোজক অনন্ত জলিলকে নিয়ে মিশা সওদাগরের করা মন্তব্য থেকে। এরপর সেই মন্তব্যের জেরে সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেন অনন্ত-বর্ষা দুজনই।

এমন পরিস্থিতির পর তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার উদ্যোগ নেন চলচ্চিত্র প্রযোজক মো. ইকবাল। শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনন্ত-মিশাকে নিয়ে এক টেবিলে বসেন ইকবাল। জানা গেছে, সেখানে তারা দুজনই একে অন্যের সঙ্গে কুশলবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।  

বিষয়টি নিয়ে মিশা সওদাগর জানান, ‘অনন্ত জলিলের সঙ্গে আমার সম্পর্ক কখনো খারাপ ছিল না। এমনকি তার সঙ্গে মনের দূরত্বও ছিল না। ইন্ডাস্ট্রির স্বার্থে কিছু কথা বলেছিলাম, তাকে নিয়ে নয়। তিনি খুবই ভালো মানুষ। মানুষের পাশে দাঁড়ানোর দারুণ একটা গুণ আছে তার।’

এর আগে ‘দিন দ্য ডে সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই’ বলে মন্তব্য করেন মিশা সওদাগর। এর জবাবে অনন্ত জলিল বলেছিলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে মিশা সওদাগর কিছুই করেননি। তার কোনো ক্ষমতাই নেই। সে একজন আর্টিস্ট। মিশাকে দিয়ে সিনেমার উন্নতি কোনোভাবে সম্ভব না। উনি কোনো ক্রিয়েটিভ ব্যক্তিও না। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে