বুধবার, ২১ মে, ২০২৫, ১২:০০:৫২

এবার যে প্রশ্ন রেখে গেলেন মেহেদী হাসান মিরাজ

এবার যে প্রশ্ন রেখে গেলেন মেহেদী হাসান মিরাজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের সেরা ক্রিকেটার তিনি। তবুও মেহেদী হাসান মিরাজের জায়গা হয়নি জাতীয় টি-টোয়েন্টি দলে।

অবশ্য জাতীয় দলে সুযোগ না পাওয়াকে এখন ভালো হিসেবেই দেখছেন এই অলরাউন্ডার। দলে না থাকায়  সুযোগ এলো পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যাচ্ছেন মিরাজ। খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। তবে বিমানবন্দরে গিয়ে অপ্রীতিকর এক পরিস্থিতির মুখোমুখি হন। পাসপোর্ট ছাড়াই মিরাজ চলে গিয়েছিলেন বিমানবন্দরে। এরপর চটজদলি পাসপোর্ট আনিয়ে হাঁফ ছেড়ে বাঁচেন।

মঙ্গলবার সন্ধ্যায় বিমানে ওঠার আগে মুখোমুখি হন সংবাদমাধ্যমের।

ঘুরেফিরে আসে টি-টোয়েন্টি দলে না থাকা নিয়ে প্রশ্ন। মিরাজের স্পষ্ট উত্তর, “আমি যদি টি-টোয়েন্টি স্কোয়াডে থাকতাম, তাহলে পিএসএলে খেলা হতো না। আমার কাছে মনে হয়, যেটা হয় ভালোর জন্যই হয়। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলে পিএসএল খেলতে যাওয়া সম্ভব হতো না। আমার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে।”

ব্যাট হাতে ৩৩৫ রানের পাশাপাশি বল হাতে ১৩ উইকেট নিয়ে মিরাজ বিপিএলের সেরা খেলোয়াড় হয়েছিলেন। বিপিএলের সেরা খেলোয়াড়ের জায়গা নেই দলে? এমন প্রশ্নে মিরাজ বল ঠেলে দিলেন নির্বাচকদের দিকে।

“আমি এটা পজিটিভলি নিয়েছি। যারা নির্বাচন করেছেন, তাদের অনেক চিন্তাভাবনা থাকে, অনেক পরিকল্পনা থাকে। আমি এটা পজিটিভলি নিয়েছি।”

“আমার চেয়ে তারা এটা ভালো বলতে পারবেন— তাদের পরিকল্পনা কী। আমার কাছে মনে হয়, তারা যেভাবে চিন্তা করেন, ভালোর জন্যই করেন। দিন শেষে খেলোয়াড়েরও খারাপ লাগে। বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলাম, বেশ কিছু টি-টোয়েন্টিতে ভালোও করেছিলাম। ঠিক আছে, মেনে নিতে হয়— ক্রিকেটে অনেক সময় অনেক কিছুই হয়। আমি পজিটিভলি নিয়েছি বিষয়টা।”
পিএসএলে মিরাজের দলে আছেন সাকিব আল হাসানও। সবশেষ ভারতের মাটিতে একসঙ্গে খেলেছিলেন দুজন। এর মধ্যে পিএসএল নিয়ে মিরাজকে অভিনন্দনও জানিয়েছেন সাকিব।

“অবশ্যই ভালো লাগছে। সাকিব ভাইয়ের সঙ্গে ভারতে খেলেছিলাম। তারপর আর খেলা হয়নি, দেখাও হয়নি। এক দলে খেলব— এটা খুবই ভালো লাগছে।”

মিরাজের দল লাহোর এখন নকআউটে। তার চাওয়া পারফর্ম করে দলকে সেরাটা দেওয়া। “সত্যি কথা বলতে, পিএসএলের মতো এমন একটি টুর্নামেন্টে খেলতে যাচ্ছি, যেখানে কোয়ার্টার ফাইনাল খেলা— যদি পারফর্ম করতে পারি, ম্যাচ জেতাতে পারি, অবশ্যই ভালো লাগবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে