বিনোদন ডেস্ক: দুই ছেলেমেয়েকে নিয়ে শাহিদ কাপূর আর মীরা রাজপুতের সুখের সংসার। তবে নানা কারণেই অশান্তি হয় মীরা-শাহিদের মধ্যে। সম্প্রতি করণ জোহরের চ্যাট শো-এ অতিথি হয়ে এসে সেই কথাই ফাঁস করলেন স্বয়ং শাহিদ।
সেখানেই নিজের বেডরুমের ঝগড়া ফাঁস করলেন নায়ক। কী নিয়ে ঝগড়া হয় তাদের? পাখার গতি নিয়ে মাঝেমাঝেই নাকি ঝগ়ড়া হয় তাদের মধ্যে। শাহিদ বলেন, “প্রতি রাতে পাখা চালানো নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লাগে।”
তবে নায়ক জানান, নানা ছোট ছোট ভুল বোঝাবুঝির মাঝেও মীরাকে পেয়ে তিনি খুশি। মীরাই তাকে মাটির কাছাকাছি রাখেন। তার জীবনে মীরার আগমনের চেয়ে ভাল কিছু আর হতে পারে না।