বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ০২:২১:০৩

এবার জাপানে পড়ার এক বিরাট সুযোগ

এবার জাপানে পড়ার এক বিরাট সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও বেশি উন্মুক্ত হওয়ার পথে দ্রুত এগোচ্ছে জাপান। ২০৩৩ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ লাখ শিক্ষার্থীকে স্বাগত জানানোর যে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য দেশটি গ্রহণ করেছে, সেটির পথে অনেকটাই এগিয়ে গেছে তারা।

২০২৪ সালের মে মাসের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন ৩ লাখ ৩৬ হাজার ৭০৮ জন আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে,যা কোভিড-পূর্ব সময়ের রেকর্ড ৩ লাখ ১২ হাজার শিক্ষার্থীকেও ছাড়িয়ে গেছে। এই সাফল্য এসেছে সময়ের তিন বছর আগেই। তথ্য দিয়েছে জাপানের আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক পর্যবেক্ষণ সংস্থা ICEF Monitor।

জাপান স্টুডেন্ট সার্ভিসেস অর্গানাইজেশন (JASSO) জানিয়েছে, ২০২৩ সালের তুলনায় শিক্ষার্থী সংখ্যা বেড়েছে প্রায় ২১ শতাংশ। এই ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের আগেই ৪ লাখ শিক্ষার্থীকে স্বাগত জানাতে পারবে জাপান।

কোন খাতে কত শিক্ষার্থী?
বর্তমানে দেশটিতে থাকা শিক্ষার্থীদের ৬৮ শতাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত, বাকিরা জাপানিজ ভাষা স্কুলে পড়ছেন।উচ্চশিক্ষার আওতায় থাকা প্রায় ২ লাখ ৩০ হাজার শিক্ষার্থীদের মধ্যে:৪০ শতাংশ স্নাতক বা জুনিয়র কলেজ পর্যায়ে,২৫ শতাংশ মাস্টার্স বা গবেষণাভিত্তিক পড়াশোনায়,৩৩ শতাংশ পেশাগত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে,এবং ২ শতাংশ বিশ্ববিদ্যালয় প্রস্তুতি কোর্সে পড়ছেন।

এই শিক্ষার্থীদের ৯৬ শতাংশই নিজেদের খরচে পড়ছেন। মাত্র ৪ শতাংশ শিক্ষার্থী জাপান বা অন্যান্য দেশের সরকারের বৃত্তির আওতায় পড়াশোনা করছেন।

কোন দেশ থেকে আসছেন বেশি শিক্ষার্থী?
জাপানের আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় পুরোটাই আসে এশিয়া মহাদেশ থেকে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ৯২.৫ শতাংশ শিক্ষার্থী এসেছে এশিয়ার দেশগুলো থেকে।এদের মধ্যে চীন, নেপাল, ভিয়েতনাম, মিয়ানমার ও দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরাই মোট ভর্তির প্রায় ৮০ শতাংশের বেশি।নেপালের ক্ষেত্রে প্রবৃদ্ধি সবচেয়ে বেশি।গত এক বছরে দেশটি থেকে জাপানে শিক্ষার্থী পাঠানোর হার বেড়েছে ৭০ শতাংশ।

কোন শহরগুলো সবচেয়ে জনপ্রিয়?
টোকিও ও ওসাকার মতো প্রধান নগর অঞ্চল জাপানের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। কান্টো ও কিনকি অঞ্চলের প্রিফেকচারে বসবাস করছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৭৫ শতাংশেরও বেশি।

কী পড়ছেন শিক্ষার্থীরা?
মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ক পাঠ্যক্রমে পড়ছেন প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী। বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পড়ছেন ১৪ শতাংশ। বাকি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ে যুক্ত।

আন্তর্জাতিক শিক্ষার নতুন মানচিত্রে জাপান
আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে জাপান নিয়েছে নানা পদক্ষেপ। ভাষা শিক্ষা, স্কলারশিপ, কাজের সুযোগ, সহজতর ভিসা প্রক্রিয়া,সবকিছু মিলিয়ে জাপান হয়ে উঠছে এশিয়ার শিক্ষার্থী বান্ধব এক গন্তব্য।বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শিক্ষার্থীদের জন্য এখন জাপান এক গুরুত্বপূর্ণ বিকল্প, যেখানে উচ্চশিক্ষা, ভাষা দক্ষতা ও পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে চাকরির সুযোগ ও স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনাও।

জাপানের শিক্ষা নীতি এখন শুধু দেশীয় শিক্ষার্থীর মধ্যেই সীমাবদ্ধ নয়,তারা বৈশ্বিক মেধাকে আকৃষ্ট করতে চাইছে, এবং এখনকার প্রবৃদ্ধি বলছে, তারা সেই পথে সঠিকভাবেই এগোচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে