বিনোদন ডেস্ক : বিয়ের আড়াই মাসের মাথায় অন্তঃস'ত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন। তাই বলে আর মাত্র দু’সপ্তাহ পরেই প্র'সব? ফের চমকে দিলেন আলিয়া ভট্ট। বিয়ে থেকে সন্তান, পাশাপাশি কেরিয়ার—সবই যেন তাঁর চলছে ঝড়ের গতিতে। তবে এ-ও কি সম্ভব?
শুক্রবার ঝালর দেওয়া স্বচ্ছ গোলাপি পোশাক, তার উপর কালো ওয়েস্টকোট পরে হঠাৎ ছবি পোস্ট করেছেন আলিয়া। যার ক্যাপশনে রয়েছে সেই চমক। লিখেছেন, ‘আলো আসছে...ঠিক আর দু’সপ্তাহ পর!’
আলিয়ার ছবি দেখে মনে হয় তিনি অন্তঃস'ত্ত্বা হওয়ার শেষ পর্যায়। স্ফীতোদরের আকার চোখ এড়ানোর নয়। দু’হাত পেটে রেখে ক্যামেরার দিকে সোজা তাকিয়ে এই পোস্টটি করেছেন তিনি। যা থেকে প্রাথমিক অনুমান, তাঁর প্র'সবের দিন এগিয়ে এসেছে। অনুরাগীরাও এক ঝলকে ভেবেছিলেন, দু’সপ্তাহের মধ্যেই ভূমিষ্ঠ হবে রণবীর কপূর এবং আলিয়ার প্রথম সন্তান।
তবে ভুল ভাঙবে ভাল করে দেখলেই। হেঁয়ালি করেই অভিনেত্রী হয়তো একটু নীচের দিকে রেখেছেন আসল খবর। দু’সপ্তাহ পরে সন্তান নয়, আসছে তাঁদের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত যে ছবিতে প্রথম বার একসঙ্গে দেখা যাবে আলিয়া আর রণবীরকে। সে নিয়েই রোমাঞ্চিত তাঁরা। আগামী ৯ সেপ্টেম্বর অর্থাৎ, ঠিক দু’সপ্তাহের মাথায় ছবিটি মুক্তি পাবে। সেই ইঙ্গিতই দিলেন আলিয়া।