শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১২:৫২:৪৬

নিজের ধর্ম ও পরিচয় নিয়ে যা বলেন শাহরুখ খান

নিজের ধর্ম ও পরিচয় নিয়ে যা বলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান। ১৯৯২ সাল থেকে অভিনয় দিয়ে সবাইকে যেন নিজের করে নিয়েছেন এই অভিনেতা। সবকিছু মিলিয়ে তার ভক্ত ও ভালবাসার মানুষ অগণিত। দেশ ও দেশের বাইরেও রয়েছে তার অসংখ্য ভক্ত। 

শাহরুখ খান এখন শুধু একটা নাম নয়, দেশের মানুষের একটা আবেগ। তবে তার ধর্ম নিয়ে কি কখনো দেশে মুশকিলে পড়েছেন তিনি? ২০০৯ সালের এক ইভেন্টে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, এসআরকের পুরো নাম যদি শাহরুখ খানের বদলে শেখর রাধে কৃষ্ণ হত, নিজের ধর্ম ও পরিচয় নিয়ে কি বলেন শাহরুখ খান?

উত্তরে বাদশা বলেছিলেন, ‘শাহরুখ হোক বা শেখর রাধে কৃষ্ণ, তার গন্ধ ততটাই মনোরম হতো। আমার তো মনে হয় না কোনও পার্থক্য থাকত। অন্তত আমার কখনো এরকম মনে হয়নি নিজের কাজ করার সময়। ধর্ম নিয়ে আলাদা কোনো কিছু ভাবিনি ভারতের মতো অসাধারণ দেশে।’

তিনি আরও বলেন, ‘আমার তো এটা শুনলেও খুব অবাক লাগে। আর তাছাড়া শিল্প এসব বিভেদ অতিক্রম করে যায়। কারণ মানুষ শুধু ভালোটা বা ভালো অভিনেতাকে বেছে নেন, সেখানে ধর্মের কথা তাদের মাথাতেও থাকে না। তাই আমাকে যেই নামেই ডাকা হোক, আমার মিষ্টত্ব একই থাকবে।’

ধর্ম ও আধ্যাত্মিকতার এক প্রশ্নের উত্তরে শাহরুখ বলেছিলেন, ‘আমার মনে হয় আধ্যাত্মিকতা খুব ব্যক্তিগত। এটা ভিতর থেকে আসে। আমার জন্য যেমন আমার অভিনয়টাই আধ্যাত্মিকতা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে