বিনোদন ডেস্ক: মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর ঝড় তুললেন ডান্স ফ্লোরে। ছাইয়া ছাইয়া গানে একসঙ্গে পার্টি মাতালেন বলিউডের এই লাভ কাপল। কুনাল রাওয়ালের প্রি ওয়েডিং অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল একটি সেলিব্রিটি গেট-টুগেদার।
সেখানেই গানটির বিখ্যাত হুক স্টেপ করতে দেখা গেছে মালাইকা ও অর্জুনকে। শুধু তাই নয়, তাদের রোমান্টিক অ্যাটিটিউডে পার্টিতে উপস্থিত সবাইকে ও নেটপাড়ার বাসিন্দাদের মুগ্ধ করেছে এই লাভ কাপল। ডান্সফ্লোরেই একে অপরকে আলিঙ্গন করে নাচে মত্ত মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। নিমেষেই অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল।
দেখা যায়, অর্জুন যোগ দেওয়ার আগে মালাইকা প্রথমে নিজেই নাচতে দেখা যায়। নাচতে নাচতেই অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন মালাইকা। নিজেদের চার্জড আপ করে ডান্স ফ্লোরে আগুণ ঝরালেন দুই লাভ বার্ডস। ১৯৯৮ সালে দিল সে ছবিতে ছাইয়া ছাইয়া গানে শাহরুখের সঙ্গে নজর কেড়েছিলেন মালাইকা আরোরা।
অভিনেত্রীর কেরিয়ারের সবচেয়ে বিখ্যাত গান ছাইয়া ছাইয়া। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি এবং ভক্তরা তাদের প্রিয় লাভ কাপলকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। বেশ অনেকদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা।
২০১৯ সালে তারা সেই সম্পর্কের কথা স্বীকারও করে নেন। প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতে বিদেশে যান এই তারকা জুটি। তবে শুধু ভ্যাকেশন নয়, সোশ্যাল মিডিয়ায় কখনও লাঞ্চ ডিনারে, কখনও বা পার্টিতে একসঙ্গে লেন্সবন্দি হন অর্জুন-মালাইকা।